আমি এখন যে মোবাইল সেট ব্যবহার করি সেটা হল সনি এরিকসন কে ৫৫০ আই। আগে একটা সেট ব্যবহার করতাম, সেটার মডেল হল ম্যাক্সিমাস ভি ৯০। ত ঘটনা হল, আমার এত্তগুলা ম্যাসেজ আগের সেট এ জমা আছে, যা আমি সিম এ কপি করলাম। এখন, এই সনি এরিকসনে সিম থেকে মোবাইল সেট এ ম্যাসেজ কপি করা যায় না। আজ্জব হলেও গুরুতর সমস্যা।
উপায়টা কী তাহলে? সিম থেকে বা মোবাইল থেকে কম্পিউটারে কী ম্যাসেজ কপি করে রাখা সম্ভব? কোন সফটওয়্যার আছে? ম্যাক্সিমাস থেকে বা যে কোন সেট থেকে কম্পিউটারে ম্যাসেজ কপি করে কীভাবে ?
আর, কেউ কী বলতে পারেন, সনি এরিকসনে সিম থেকে ম্যাসেজ সেট এ কপি করে কীভাবে? আমি যখন মার্ক করি, তখন শুধু ডিলিটের অপশনস আসে। আর, সিমের ম্যাসেজ “সেইভড ম্যাসেজেস” নামের একটা ফোল্ডারের ভেতর দেখায়।
সমস্যার সমাধান কী?
সারাদিনই শুনি এই কম্পিউটারের এইটা সেইটা কত সফটওয়্যার বাইর হয়। আমার সমস্যা সমাধানের কোন সফটওয়্যার আছে কী?