এই পোস্ট টা আমি অনেকদিন ধরেই ভাবছি দিব, কিন্তু আসলে সময় হয়ে উঠছিল না। আচ্ছা, প্রতিবার দেশের বই মেলায় কতই না নতুন লেখকের, নতুন কবির আবির্ভাব। আমরা কয়জনের লেখা পড়ি ? কয়জনের কথা জানি ? এদের মাঝে কেউ যদি আপনার লেখা এখানে থেকে নিজের মত কপি করে মেরে দেয়, তাহলে ?
মানে, আমি আগে দেখতাম, সামুর পুরানো অনেক লেখকই তার অর্ধেক গল্পদিয়েছে। দুইটা পর্ব বের করে, আর পর্ব বের করেন নি। তখন বুঝতাম না কেন, এখন বুঝি। ভয়ে। লেখা নকল হবে সেই ভয়ে।
আপনি যদি জানেন যে, আপনার লেখা নকল করা হচ্ছে বা হয়েছে, তাহলে আপনি এর বিরুধে ব্যবস্থা নিতে পারেন। সামুতে পাবলিশ ডেট দেখাতে পারেন অথবা ব্লগস্পটে (এখানে আবার পাবলিশিং টাইম পরিবর্তন করা যায়)। আপনি হয়ত সিডিতেও রাইট করতে পারেন(বায়োস থেকে ডেট পরিবর্তন করে, রাইটিং টাইম পরিবর্তন করা যায়)। এরপরও আশা করি, হয়ত কোনভাবে প্রমাণ করা যাবেই যে, এটা আপনার লেখা।
কিন্তু, আমার প্রশ্ন হচ্ছে, আমার লেখা যে, নকল হয়, সেটা যদি আমি না জানি তবে ? এই সামুতেই দেখেন, পুরানো ব্লগারদের পোস্ট কী নকল হয় না? বেশ কিছুদিন আগে ব্লগার “লাশ” একবার মুখফোড়ের একটা পোস্ট কপি দিছিলেন।আমি সেটা বলার পর উনি আরেকটা লিংক দিলেন যৌবনযাত্রার, সেখানে তিনি আরও আগে সেই পাবলিশ করেছেন। সেই লিংকে যেয়ে দেখি সেই পোস্ট পাবলিশ করা হয়েছে, ২০০৯ এ, আর মুখফোড়ের ব্লগে সেই পোস্ট দেখেছি ২০০৭ এ। এ কথা বলার পরে ব্লগার “লাশ” উলটা আমাকেই ধমক দিয়ে পিছলায়া গেলেন। দুইটা পোস্ট এমন করেছিলেন, সেগুলো সম্ভবত এখন ড্রাফটে।
উনার সাথে আমার শত্রুতা নাই, উনার কথা টানা ব্যক্তি আক্রমণের জন্য না, বরং সবাইকে বুঝানোর জন্য যে, কেউ যখন নকল করে, সে স্বীকার করবে না। বা, ওই লেখাটা আমরা ধরতে পেরেছি, অন্য কারও গল্প নকল হলে আমরা হয়ত ধরতেও পারব না। তখন উপায় টা কী হবে ? ? ?
নকল ধরার পর, লেখা কার সেটা প্রমাণের চিন্তা পরে, কথা হচ্ছে, কারও গল্প নকল হলে সেটা ধরবই বা কীভাবে? কবি ভাই আমাকে ভাল পরামর্শ দিলেন যে, পুরা গল্প না দিতে। কিন্তু, আমি মনে করি, আমার কোন গল্প এমন লেভেলের না যে, নকল করা হবে। তাই আমি পুরাটাই দেই। কিন্তু, যারা এমন যোগ্যতার অধিকারী তাদের কী হবে? বা, আইডিয়া চুরি ???? একই আইডিয়া নিয়ে সে হয়ত দুর্দান্ত গল্প ফেঁদে বসল। সেখানে ত প্রমাণেরও কিছু নেই। তখন ?
নতুন লেখকদের কয়জনের বই আমরা পড়ি? যারা পড়েন, তারা আমাদের মাঝে কয়জনকে চিনেন? ব্লগারদের যে কারও লেখা নকল হলে, আইডিয়া চুরি হলে, হুবহু নকল হলে ধরার উপায় কী? ধরলে এরপরেই বা করণীয় কী?
কবি ভাই ব্লগে আসেন, এটা সেটা পোস্ট দেন, বইয়ের প্রচ্ছদ নিয়ে টেনশন করেন, কিন্তু গল্প বা কবিতা আর পোস্ট করেন না। তার পোস্ট বের হবার আথে সাথেই সেটা যে নকল হয়ে যায়, তার সাক্ষী তিনি নিজেই। তার বই পিডিএফ ফরম্যাটে পড়লাম, ভালই। এমন একটা লেখক ব্লগে লিখতে পারেন না। নকলের ভয়ে। এই ভয় কী কয়েকদিন পর সবার মাঝেই কাজ করবেনা ?
আমার মনে হয়, ব্লগিং এর এটা একটা বেসিক সমস্যা। এই সমস্যার উপযুক্ত সমাধান না হলে, এক সময় না এক সময় ব্লগিং ব্যাপারটা ফোরামে পরিবর্তিত হবে। টেকি পোস্ট ছাড়া আর সকালে কী খাইছি, সেটা ছাড়া পোস্ট করতে কেউ সাহস পাবে না।
ব্লগিং এর এই বেসিক সমস্যার ব্যাপারে ব্লগ বিশারদরা কী ভাবেন? সহজ সাবলীল এবং নিরাপদ ব্লগিং এর জন্য এই সমস্যার সমাধানটা জরুরি।
© আকাশ পাগলা
উৎসর্গঃ কবি আব্দুল হক
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৫