ক.
মধ্যরাতে স্টেলা মাথার ঠিক মাঝখানে তার অবস্হান নিয়েছে। কাল রাতেই চেনা(লাল দরজা) এবং অচেনাবন্ধুর(বাফড়া) লেখা পড়ছিলাম হানিকেন আর স্টেলা বিষয়ে। কিন্তু আজ অচেনা বন্ধুর পক্ষেই অবস্হান নিলাম। আহা ষ্টেলা..নামটাই ছোটবেলায় পড়া গল্পের কথা মনে করিয়ে দেয়.. সোনালী চুলের অষ্টাদশী শুধু প্রেমের জন্য বলি দেয় ভালবাসার যত্নে বেড়ে উঠা চুল...ষ্টেলা আমি এখনও তোমার প্রেমে পড়ে আছি।
খ.
পিচ্চিটা ক'দিন আগে পাঁচে পড়ল। একটু একটু করে বাড়ছে আর 'আমি বলছি না এটা করো' বলে মতামতও চাপিয়ে দিচ্ছে...আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি ওর বেড়ে উঠা... আমার জগত আলোকিত হয়ে উঠে। সেদিন ওর জন্মদিনের কেকে যখন বাতি জ্বলছিল ও বলছিল বাবা ফায়ার ওয়াকর্স..চেনা বন্ধু তোমার আমন্এনে অটোয়ায় কানাডা ডে সেলিব্রেশনে ওকে নিয়ে গিয়েছিলাম, পিচ্চিটা তখন দেড় বছরের..ওর কি সেটা মনে আছে? আমার আছে ..তোমার বেইজমেন্টে হ্যানিকেন আড্ডা।
গ.
আমার এক কলিগ আছেন বিশ বছরের দাম্পত্য জীবনে সন্তান লাভের সকল চেষ্টাই করেছেন কিন্তু সফল না হয়ে কোরিয়া থেকে দত্তক নিয়ে আসেন এক ছেলে। সেই ছেলে আমার পিচ্চিটার একই বয়সী। মাঝে মাঝে আসে, ওর উজ্বল হাসি আমার কলিগের ঔজ্বল্য আরো বাড়িয়ে তোলে। আমি অবাক হয়ে দেখি আহা সন্তান.. আর আবিষ্কার করি একই রকম আনন্দ বেদনার উৎস সে, হোক বায়োলজিক্যাল অথবা এডাপশন।
ঘ.
মনে পড়ে দেশে চাকরির প্রয়োজনে একবার কলকাতার এক সংস্হা ভিজিটের সুযোগ হয়েছিল, ওরা স্পন্সর চাইল্ডদের নিয়ে কাজ করত। ওখানে স্পন্সর পেরেন্টসদের সংগে বাচ্চাদের ফ্যামিলী ছবি দেখে খটকা লেগেছিল। আসলেই কি বায়োলজিক্যাল পেরেন্টস এর সমতুল্য হতে পারে এডাপটেড পেরেন্টস ?
ঙ.
এত বছর পর উওর খুজে পাই সন্তান কেবলই সন্তান। মমতার-দায়িত্বের কোনো বায়োলজিক্যাল আর এডাপশন নেই। আমার আর কলিগের মধ্যেও কোন ব্যবধান নেই। আমরা দুজনেই মুগ্ধ ভালবাসায়....