আমি যখন আমার তোলা কিছু ছবি দু-তিনটি ফটোগ্রাফি গ্রুপ-এ পোস্ট করি তখন কম করে হলেও দশটি লাইক পাই। এতে আমি খুব আনন্দ পাই। এ আনন্দটা আমাকে এখনও ছবি তোলার নেশাটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তবে আমি ভাল করেই জানি, আমার ছবিগুলো খুব একটা ভাল ছবি না। তবে চেষ্টা করি ছবি তোলার মধ্য দিয়ে ছবিটার সঠিক বিষয়বস্তু তুলে ধরতে। যখন আমার মন খারাপ থাকে, তখন আমি অন্যের ছবি দেখি পাশাপাশি নিজের ছবিগুলোও দেখি সময় পেলে। আমি ফটোগ্রাফার না। নিজেকে এখনও ফটোগ্রাফার ভাবি না। হ্যাঁ, মাঝে মাঝে ফটোগ্রাফার শব্দটি ব্যবহার করি, কিন্তু সত্যিকারের ভাল ফটোগ্রাফার হতে হলে আমি মনে-প্রাণে বিশ্বাস করি অনেক অনেক অধ্যাবসায় এবং প্রচুর পরিশ্রমের দরকার আছে। যে কোন কাজে সফল হওয়ার পেছনে অধ্যাবসায় এবং পরিশ্রমের প্রয়োজন বেশি। আমার ফটোগ্রাফির প্রতি শখ জন্মায় ২০১১ সালে। শখটা এখনো আছে। আমার কাছে ভাল ক্যামেরাও আছে, কিন্তু এখনো ফটোগ্রাফির অনেক কিছু জানি না। দু-একটি ফটোগ্রাফির বই পড়েছি, সেখানে বলা অছে, তুমি যদি ফটোগ্রাফি করতে চাও, তাহলে তোমাকে একজন প্রফেশনাল ফটোগ্রাফারের আন্ডারে কম করে হলেও ৬ মাস বা ১ বছর কাজ করতে হবে। তাহলে তুমি আস্তে আস্তে ভাল ফটোগ্রাফার হতে পারবে। যদি তোমার সত্যিকারের আগ্রহ থাকে ছবি তোলার প্রতি। আমার খুব ইচ্ছে হয়, আমিও কারো আন্ডারে থেকে ৬ মাস বা ১ বছর বিনা পারিশ্রমিকে ফটোগ্রাফি শিখি বা কাজ করি। আর কোন ফটোগ্রাফার যদি আমাকে তার এ্যাসিটেন্টও রাখতে চায় আমি তাতেও রাজি আছি। আমি ইনটোভার্ট টাইপের পোলা, তাই আমার যোগাযোগের নেটওয়ার্ক বলতে গেলে নাই।জানি এখনকার যুগে নিজেকে না চাইলেও পরিবর্তন করতে হবে, কিন্তু আমি নেতিবাচক পরিবর্তনের পক্ষে না। সব সময় ইতিবাচক পরিবর্তনের পক্ষে থাকতে স্বাচ্ছন্দবোধ করি। অপেক্ষায় আছি কোন একদিন ভাল একজন ফটোগ্রাফারের আন্ডারে মন দিয়ে ফটোগ্রাফি শিখবো। কোন ফটোগ্রাফার যদি আমাকে তার এ্যাসিটেন্ট হিসেবে ফটোগ্রাফি শেখাতে ইচ্ছুক থাকেন ( বিনিময়ে আমি উক্ত ফটোগ্রাফারের তার নিজস্ব কাজগুলো বিনা পারিশ্রমীকে করে দিতে রাজি আছি ) তাহলে আমি খুব খুব কৃতজ্ঞ থাকব উক্ত শ্রদ্ধেয় ফটোগ্রাফারের প্রতি। ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য।
"হ্যাপি ক্লিকিং"
-----------------
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৫