বইয়ের মধ্যে ভুল থাকলে যে সরকারি ষড়যন্ত্র তা আগে জানতাম না। ধর্ম বইয়ে ভুল ধরছে, বলে সরকার নাকি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে; সমাজ বইয়ে ব্লু-ফিল্ম লেখা আছে, পোলাপাইন নাকি নষ্ট হয়ে যাইব। আরে ব্যাটা, ৯এর অংক, উচ্চতর গনিত, রসায়ন, পদার্থ বইয়ে যে ভুল আছে ওইটা কও না কেন???? আরও বাংলা বইয়ে শব্দার্থ ভুল, ইংলিশ বইয়ে ব্যাকরণ আর বানান ভুল, আরও কত ভুল আছে... প্রত্যেক ক্লাসের বইয়ের মধ্যে ছোট-বড় ভুল আছেই। পোলাপাইন ভুল অর্থ শিখতাছে, ভুল বানান শিখতাছে। ওইগুলা নিয়া কথা কও না কেন???? ও, ওইগুলা নিয়া তো তোমরা কথা বলবা না। কারণ ওইগুলা নিয়া তোমরা তোমাদের ব্যাবসা জমাইতে পারবা না। আর কোন বালের টপিক খুইজা পাইল না। সব বিষয়ে নতুন বই ছাপাইছে, অনেকটা স্বল্প সময়ে অনেক কাজ করতে হয় শিক্ষামন্ত্রণালয়ের। ভুল ভ্রান্তি থাকতেই পারে। ভুল হইছে, শুধরে দিলেই হয়। এতো ত্যানা প্যাচানোর কি আছে রে ভাই????
হাতে চুলকাইয়া মজা না লাগলে শিরিষ কাগজ কিনতে তো কেউ না করে নাই......
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫