আজকে অনেক দিন পর দেশের বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে টিভিতে দেখলাম। অনেক ঝামেলায় আছেন বুঝা যাচ্ছিল। দলের সিনিয়র নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন। কি বিষয়ে বৈঠক করলেন তা কাউকেই বুঝতে দিলেন না। বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা আজ নাই। সেই সব নেতা যারা কিনা জিয়া পরবর্তী বিএনপির হাল ধরেছিলেন, খালেদা জিয়াকে রাজনীতি হাতে কলমে শিখিয়েছেন, বিভিন্ন জটিল পরিস্থিতিতে দলের সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, যাদের কারণে বিএনপি দুইবার ক্ষমতায় এসেছে। এখন যারা আছে তাদের একটাও সেই সব প্রবীণ নেতাদের ধারে কাছেও নাই। কথাবার্তা কিংবা বুদ্ধিবিবেচনা গ্রহণযোগ্য না। যার কারণে বিএনপির আজকে এই বিতর্কিত এবং নড়বড়ে দুর্বল অবস্থা।
কালকে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দিবেন, দলের অবস্থান জানাবেন সবাইকে। জানি না উনি কি বলবেন...... কিন্তু একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর কাছ থেকে জাতি ভালো একটা সিদ্ধান্ত আশা করে। এমন সিদ্ধান্ত যা কিনা দেশের মানুষের আশা প্রত্যাশা পূরণ করবে, বিএনপি তার বর্তমান দুর্বল নাজুক অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে, যারা বিএনপির সমর্থক তারা গর্বের সাথে মাথা উচু করে বলতে পারবে "হ্যাঁ, আমার দল, আমার নেত্রীও ওইসব রাজাকারদের ফাঁসি চান", দেশের তরুন প্রজন্ম বিএনপিকে বাহবাহ দিবে, গত কয়েকদিনে বিএনপির প্রতি মানুষের সৃষ্ট বিরুপ ধারণা পাল্টে যাবে......
কালকে খালেদা জিয়ার ওই সংবাদ সম্মেলন বিএনপির জন্য সবচে বড় turning point। কালকের ওই সংবাদ সম্মেলনই বলে দিবে আগামী নির্বাচনে বিএনপি কি ধরণের ফলাফল পেতে যাচ্ছে। বিএনপির ভবিষ্যৎ কি......
আমি জানি না উনি কি বলবেন। তবে ছোট্ট একটা আশা থাকবে, "Madam, জাতিকে হতাশ করবেন না please."
জয় বাংলা, জয় জনতা।