ঘটনা ১ঃ
আমার ভাতিজা। গতবার এস এস সি পরীক্ষা শেষ করবার পর তাকে দেখলাম আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে। রিকুয়েস্ট গ্রহন করবার পর ইনবক্সে সামান্য কথার ফাঁকে সে জানাল চাচ্চু আমি ফেসবুকে খুব বেশি দিন হই নি। শুধু পরীক্ষার জন্য ফেসবুকে একাউন্ট খুলেছি। পরীক্ষার জন্য ফেসবুকে একাউন্ট খোলা শুনে কিঞ্চিত কোতুহলী হয়ে জিজ্ঞেস করতেই সে যে উত্তর দিল তা ছিল রীতিমত ভয়াবহ। সে জানাল, তুমি জাননা- ফেসবুকে তো প্রশ্নের ছড়াছড়ি!!! শুধু তাদেরকে পরীক্ষার আগের দিন রিকুয়েস্ট দিয়ে বিকাশে ১০০ টাকা পাঠিয়ে দিলেই প্রশ্ন হাতে চলে আসে। আমি তাকে জিজ্ঞেস করি তুমি পাইছ? সে উত্তরে বলে, পাইছি শুধু একটা। আমি তো আগে জানতাম না। জানলে সব গুলোই পেয়ে যেতাম। আমি তাকে আবার জিজ্ঞেস করি, ধরা খাওয়ার চান্স নাই? সে উত্তরে বলে, আছে।অনেকে ধরাও খায়। তবে তোমাকে জানতে হবে, কোন জায়গাটায় গেলে সঠিক প্রশ্ন পাওয়া যাবে।
ঘটনা ২ঃ বাসে পাশের সিটে বসা সহযাত্রী যিনি কিনা পেশায় একজন হাইস্কুলের শিক্ষক বড় আক্ষেপ করে তার এসসি পরীক্ষার খাতা দেখার অভিজ্ঞতায় বলছেন, শিক্ষক পেশাটা এখন চিটারী পেশায় পরিনত হয়েছে। একজন পরীক্ষার্থী তার প্রশ্নের উত্তরে যাই লিখুক না কেন, নম্বর আপনাকে দিতেই হবে। আর আপনার দেখা খাতায় যদি কেউ ফেল করে তবে তার জন্য জবাবদিহি আপনাকেই করতে হবে- কেন সে ফেইল করল? কোন ভাবে তাকে পাস করিয়ে দেয়া যেত কিনা! এমনও হয়েছে যে ভেতরে পেয়েছে ১৯, আর খাতার কভারে দেয়া হয়েছে ৩৩। শিক্ষকদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে কোন উপায়ে পাস করাতেই হবে। যদি তার খাতায় লিখে পর্যন্ত দিতে হয়। তাহলে বলেন, শিক্ষকতা কি আর মহান কোন পেশা হিসেবে বর্তমান রয়েছে? এর থেকে তো মাগি পাড়ার দালালি উত্তম।
ঘটনা ৩ঃ বেশ কিছুদিন আগে দুপুর ২ টার দিকে দশম শ্রেনী পড়ুয়া পল্টুকে হাইস্কুলের আপার বাড়ির দিকে যেতে দেখে জিজ্ঞেস করেছিলাম কিরে পল্টু, তোর বাপ-মা কি তোর দুপুর রোদে ঘোরাঘুরি বন্ধ করে দিয়ে প্রাইভেট হান্দায়া দিল? উত্তরে পল্টু আমার উপরেই ফাপর নিয়ে বলেছিল, জ্বি না। সীমা ম্যাডামের বাসায় যাই মেট্রিকের খাতা দেখতে! এরপর হতে পল্টুকে খুব একটা ঘাটানোর দুঃসাহস আমি করিনাই।
আপনারা বলছেন মেধার বাম্পার ফলন! হতে পারে কালের পরিক্রমায় ফরমালিন পেটে যেতে যেতে আমরা একটা জিনিয়াস ভবিষ্যৎ হয়তোবা পেয়ে যাচ্ছি কিন্তু উপরোক্ত তিনটি ঘটনা আমার মাঝে নিদারুণ ভীতির সঞ্চার করে চলেছে। যদিও ঘটনা তিনটির সত্যতা সঠিক ভাবে যাচাই করা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি তবে ফেসবুক ঘেটে এমন কিছু গ্রুপ, পেজ অথবা মানুষ আমি খুজে বের করেছি যারা সরাসরি এমন প্রশ্ন বেচা-কেনার আহ্বান জানাচ্ছে। ফেসবুকের এসব গ্রুপ, পেজ অথবা ব্যাক্তি কতটা সততার সাথে প্রশ্নপত্র ফাঁস করে চলেছে তার থেকেও বেশি কনসার্ন হল তারা সঠিক প্রশ্নটি আদৌ সরবরাহ করতে পারছে কিনা। যদি না করতে পারে, কাড়িকাড়ি অর্থ হাতিয়ে নিয়ে ভূল/মনগড়া প্রশ্নপত্র সরবরাহ করে তবে সেটা পরীক্ষার হলে আমাদের কোমলমতি পরীক্ষার্থীদের জন্য খুব একটা সুফল বয়ে নিয়ে আসবেনা। একঝাক রেন্ডম স্ক্রিনশট শেয়ার করা হলঃ
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় রচনা লিখতে বলা হয়েছে গরু বিষয়ক আর আমাদের হাবলু মুখস্থ করে গিয়েছে 'নদী'। এখন কি আর করা, লিখতে তো হবেই। না লিখলে ২০ মার্ক বাদ। কোন রকম হাবলু গরুটিকে টেনে ঘর হতে নদীতে নামিয়ে এনে শুরু করে দিল নদী রচনা লেখা। যথারীতি ২০ এ ২০ পেয়ে গেল হাবলু কারন সে রচনা লিখেছে তো! ফাঁকা তো রাখেনি। পন্ডিত মশায়েরা বাধ্য তাকে নম্বর দিতে। পরীক্ষায় শিক্ষকগনের খাতা দেখার ক্ষেত্রে কি ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছে সেটা না জেনেই বলছি অবস্থাটা যদি হাবলুর মতোই হয় তবে একটা গিপিএ ৫ জাতির জন্য বুক ফুলিয়ে আমরা গর্ববোধ করতেই পারি। এতে লজ্জ্বার কিছু নেই।
পল্টুর ঘটনার বিশ্লেষনে না গিয়ে কিছু জ্ঞানগর্ভ আলোচনার দিকে মনোনিবেশ করা যাক।
মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গত বছর মোট জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন।- বাংলা নিউজ ২৪, আপডেট: ২০১৬-০৫-১১ ১০:১৬:৪৭ এএম
উপরোক্ত ফলাফলের বিপরীতে ২০০১ সালে পাসের হার ছিল ৩৫ দশমিক ২২ শতাংশ ! কিউরিয়াস মাইন্ড স্বভাব বশতঃ জানতে চাইতে পারে এত্ত এত্ত মেধা আসে কই থিক্কা রে মফিজ!
আপনের এই প্রশ্নের উত্তর আমার এই পুরান ঢোলঃ
আমি এমন একটা সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে এসেছি যখন নকলের ছড়াছড়ি ছিল পরীক্ষা কেন্দ্র গুলোতে। সেই দিনগুলোর সমাপ্তি হয়েছে এবং এখন পর্যন্ত তা বহাল রয়েছে জেনে খুব ভাল লাগলেও সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থার অবস্থাটা বড়ই নাজুক। আর এভাবে চলতে থাকলে নিঃসন্দেহে আমরা খুব ভাল একটা জেনারেশন যারা কিনা ভবিষ্যৎ বাংলাদেশের তথা সারা বিশ্বের নেতৃত্ব দিবে তাদের তৈরি করতে অসমর্থই থেকে যাব। তাই মাননীয় শিক্ষা মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের নিকট আমার অনুরোধ আপনারা যে যেখান থেকে পারেন এই সমস্যার আশু প্রতিকার করেন।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬