এক হালি ইলিশের দাম ৩২,০০০ টাকা এই খবরে ফেসবুকে তোলপাড় চলছে । এই খবর পরবর্তী প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করেছিলাম কয়েকজন খ্যাতনামা (পড়েন
ক্ষেতনামা) মানুষের সাথে । প্রথমেই যোগাযোগ করা হয়েছিল রাজনীতিবিদদের
সাথে । আসুন, দেখি কে কি বলেনঃ
সাহারা আফাঃ ইলিশের দাম ৩২ হাজার হওয়াটা একটা বিচ্ছিন্ন ঘটনা । বিগত যে
কোন সময়ের চেয়ে ইলিশের দাম স্বাভাবিকআছে ।
মাল সাহেবঃ রাবিশ, ৩২ হাজার টাকা কোন টাকা হলো নাকি । যেখানে ৪ হাজার
কোটি টাকা কোন বিষয় না, সেখানে আপনে আসছেন ৩২ হাজার টাকা নিয়া । রাবিশ ।
হাসিনা আফাঃ আমার কালকে আসলে কলকাতায়পান্তা ইলিশের দাওয়াত আছে । ওখানে
নাকি ইলিশের দাম অনেক কম ।
খালেদা আপুঃ ৩২,০০০ টাকা তো আমার একদিনের লিপস্টিক খরচ । মেকাপম্যান কই,
ওই মেকাপ........
অন্যদিকে মি. ফ. ই. আলমগীর এবং ম. খা. আলমগীর এ বিষয়ে পরস্পর বিরোধী
বক্তব্য দিয়েছেন । ফই আলমগীর একে সরকারের ব্যর্থতা এবং মখা আলমগীর একে
বিরোধী দলের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন ।
এরপর আমাদের প্রতিনিধি দল জেলখানায় গিয়ে দেখা করেছে আমার তলদেশের সম্পাদক
মাহমুদুর রহমান এবং সাইদী হুজুরের সাথে । মহা চুদুর রহমান বলেছেন, "ইলিশ
না, তবে ইলিশের ডিম খুব মিস করছি । এখানে মুরগি আর হাঁসের ডিম প্রতিদিন ।
এর বদলে ইলিশের ডিম দিলে রক্ষা পেতাম ।" এরপর সাইদী হুজুরের সাথে দেখা
করলে তিনি বলেন, "ইলিশ হইল হিন্দুর মাছ । এইটা খাওয়া ছাড়া অন্য কোন কাজে
লাগে না । অন্যদিকে লইট্যা মাছের বহুমুখী(!) ব্যবহার আছে । তাই ইলিশ নয়,
লইট্যাই হোক বৈশাখের প্রধান আকর্ষণ খুক্কু আয়োজন ।" জেলাখানা খেকে আমাদের
প্রতিনিধি দল গিয়েছে এফডিসিতে । যাবার পথে দেখা হয় সারা বাংলার সাড়া
জাগানো শিল্পী আসিফের (মহিউদ্দীন না আকবর) সাথে । ইলিশের দামের প্রসঙ্গ
তুলতেই তিনি কাঁদতে কাঁদতে গান ধরেন, 'পকেটের জমানো টাকা, পদ্মার নোনা
জলে, কেঁদে মরে মাছের আড়তে । বড়লোকের ব্যাগে চড়ে, চলে গেছ ফ্রিজে, পারিনা
তোমায় কিনে খেতে । ও ইলিশ, ও ইলিশ, তুমি কুতায় ?' এফডিসিতে গিয়ে মহানায়ক
জলন্ত অলিলের দেখা হলে তিনি বলেন, "ইউ ইট ইলিশ পম পাদমা রিভার । মাই ইলিশ
কাম পম গানা ।" অন্যদিকে সুপারস্টার শাকিব কানকে দেখা গেলে এককোণায় বসে
হতাশ গলায় গাইতে, "বছরের কিছু কিছু সময়ে ইলিশ খেতে চাওয়াটাই ভুল, সারাটি
বছর ধরে গুনতে হয় শুধু সেই ভুলের মাসুল ।" তার সাথে কথা বলা সম্ভব হয় নি ।
এসব দেখে জনৈক আঁতেল পথিক বলেছেন,"মাইরালা, আমারে ইলিশের কাঁটা দিয়া
খুচায়া খুচায়া মাইরালা"
পরিশিষ্টঃ পান্তা-ইলিশ কখনোই বাঙালির সংস্কৃতির অংশ ছিল না । এইটা মিডিয়ার সৃষ্টি, হাই সোসাইটির বিলাসিতা । পান্তার সাথে ইলিশ খাওয়া সাধারণ গরীব মানুষের কাছে অদ্ভুতই বটে । তাই ইলিশ কিনতে না পারলে কষ্ট পাইয়েন না । বাঙালি সংস্কৃতির অনুসরণে পান্তা-শুটকি উইথ শুকনা মরিচ খান । সবাইকে নববর্ষের শুভেচ্ছা