somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা এবং আমাঞ্জার ফেইসবুকীয় গ্যাঁজানি

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইমেলা লইয়া চুড়ান্ত আলোচনা আজ হইতে বছর পাঁচেক আগেই লিখিয়া ছুড়িয়াছি ফেইসবুকের নিউজফিডারে! পরিস্থিতি তখনও যাহা ছিল, এখনও তাহাই! অতএব, একই কথা বারংবার বলা বাতুলতা বলিয়া বোধপূর্বক আর কিছুই বলিতেছি না৷
কিন্তু ইহাতেও বিপত্তির উদ্রেক হইতেছে, যেহেতু লিখিতেছি না, সেহেতু নিউজফিডেও দর্শিত হইতেছি না, মানুষের স্মরণ হইতেও বাষ্পায়িত হইতেছি! বেশিরভাগই মরিবার পরেই অমর হয়, তবে আমি আমার কোন পোস্টের কারণে কস্মিনকালেও কোথাও স্মৃত হইবো কি না তাহায় বিশ্বাসযোগ্য সন্দেহ আছে!

যাউজ্ঞা, বইমেলা লইয়া আমি প্রতি বৎসর একখানি ক্যাসেট বাজাইতে থাকি, তাহা আপনারা জানেন, "এবারের বইমেলায় একটা বইয়ের নাম বলুন, যা আগামী পাঁচবছর পরও মানুষ মনে রাখবে!"
তেমন বই কোন বছরই কেহ দেখাইতে পারে নাই৷ আমি বুঝিতে পারি, অনেক লেখকই আমাকে আমার এই বক্তব্যের কারণে জব্বরীয় ভাষায় অবন্ধু করিয়া গোল্লায় গমন করিয়াছে, কারণ লেখকমাত্রেই তাহার লেখার সমালোচনা সহ্য করিতে পারে না— সে বাজারি লেখকই হউক, আর টিকটিক লেখকই হউক!

অতিরিক্ত ক্যাচালে যাইবো না, কথা অল্পতেই শেষ করিতেছি৷ বর্তমান নবম দশম শ্রেণীর বইতে পালামৌ নামক একটি ভ্রমণকাহিনী দেখিতে পাইবেন! পালামৌ লিখিয়াছেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়! তাঁহার নাম খুব অল্প লোকেই শুনিয়া থাকিবেন, আর তাঁহার কোন লেখা পড়িয়া থাকিবেন এমন লোকের সংখ্যা আঙুলেই গণনা করা যাইবে, কড়ায় গুণিতে হইবে না! সঞ্জীবচন্দ্রের পরিচয় দিতে গেলে তিনি যে মহান ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই তাহা বলিতে হয়, নইলে কেহ চিনিতে চাহে না!

আপনারা সঞ্জীবকে না চিনিলেও "বন্যেরা বনে সুন্দর; শিশুরা মাতৃক্রোড়ে!" —এই লাইন পাঠ করেন নাই এমন শিক্ষিত মানুষ পাওয়া অসম্ভব! জ্বি, এই প্রবাদ বাক্যটির সৃষ্টিকর্তা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়! পালামৌ ভ্রমণকাহিনীটি যদি পাঠ করেন, তাহা হইলে ওই পাঠের সারমর্ম তেমন কিছুই পাইবেন না৷ একজন লোক কোল সাঁওতালদের এলাকায় ঘুরিতে গিয়াছে, সুঠামদেহী আদিবাসী যুবাদের নাচ দেখিয়াছে— এই পর্যন্তই! অন্তত নবম দশম শ্রেণীর পাঠ্যতে এইটুকুই আছে! খুবই সাদামাটা কাহিনী! তাহলে কেন এই সাদামাটা কাহিনীটাকেই পাঠ্য হিসেবে গৃহীত হইল??

কারণ, ওই কাহিনীর একেকটি লাইন, বলার ভঙ্গিতে লেখকের জ্ঞানের যে রশ্মিবিচ্ছুরণ, লেখকের যে প্রজ্ঞা! বরাকর নদীর তীরে গাড়ি থামিলে কুলিদের কতগুলো বালক বালিকা আসিয়া দুইটা পয়সা ভিক্ষার জন্য ঘিরিয়া ধরিল, সেখানে দুই বৎসর বয়সী একটি শিশুও আসিয়া হাত পাতিয়াছে, যে পয়সার মর্মও বোঝে না, ভিক্ষার উদ্দেশ্যও বোঝে না, সে শুধু অনুকরণে হাত পাতিতে শিখিয়াছে! অর্থাৎ একটি শিশু তাহার জন্মলব্ধ পরিবেশ হইতে তাহার শ্রেণীবোধে দীক্ষিত হইয়া গিয়াছে, সে অধম, সে গোলাম, সে নীচুজাত ভিক্ষুক— এই অন্তঃকরণ তাহার তৈরি হইয়া গিয়াছে! এই অংশটুকু হইতেই বুঝিতে পারা যায়, লেখকের দর্শন কতটা গভীর, দেখিবার চক্ষু কতটা অন্তর্ভেদী! লেখক ইহার পরে কথায় কথায় বলিলেন, সাহসের সংজ্ঞা! তিনি বলিলেন, "যে বিপদ বুঝে না, সেই সাহসী৷" অর্থাৎ আমরা কোন কাজ সাময়িক ক্রোধ বা ঝোঁকবশত করিয়া ফেলিলে তখন আমাদের সাহসী বলা যায়, কিন্তু আমরা যদি কাজটি করিবার আগে ইহার প্রতিফল কী কী হইতে পারে, তাহা ভাবিতে যাই, তখন আমাদের আচরণ আর উদ্ধত ক্ষিপ্র থাকিবে না, বরংচ আমাদের প্রতিক্রিয়া শান্ত হইবে! এই যে মানব মননের এরূপ আন্ত-রসায়ন কজনে এভাবে ভাবিয়া দেখে?? উনি কোল সম্প্রদায়ের লোকদের দেখিয়া বলিয়াছেন, ইহাদের কলিকাতায় বা অন্য শহরে দেখিলে খুবই বেমানান বিদঘুটে চেহারার ঠেকে, অথচ এই জঙ্গলে ইহাদের এতটুকুও বেমানান লাগিতেছে না, বরং অপূর্ব সুন্দর লাগিতেছে! এই প্রসঙ্গেই তিনি প্রবাদটি সৃষ্টি করিলেন— বন্যেরা বনে সুন্দর; শিশুরা মাতৃক্রোড়ে!

তাই বলিতেছি, বক্তা ভালো হইলে গল্প পানসে হইলেও তাহা শ্রুতিমধুর হয়! পালামৌ কোন চমৎকার গল্প নহে, অথচ লেখকের বলিবার ঢং এবং লেখকের বক্তব্য পাঠ করিতে গেলে আপনি যে কথায় কথায় চমৎকার দর্শনবোধ বা জ্ঞানের সঙ্গে পরিচিত হইবার সুযোগ লাভ করিবেন, তাহাই আপনাকে ওই লেখকের অনুরক্ত করিয়া তুলিবে! একেকটি লেখা সার্থক হয় যখন তাহা হৃদয় স্পর্শ করে, কিংবা প্রবাদপ্রতিম হইয়া উঠে!

অতএব, ওহে বর্তমান মূর্তিমান লেখক, পালামৌ পাঠ করিয়া কিংবা পইড়া আসেন! আপনার সময় অপেক্ষা দেড়শো দুইশো বছর আগে একেকজন ব্যক্তি যাহা লিখিয়াছেন, আপনি এত বছর পরে আরো বেশি জ্ঞান ও বোধের জগতে ভূমিষ্ট হইয়াও তাঁহাদেরকে অতিক্রম করা তো দূর, তাঁহাদের পদধূলিযোগ্যও হইয়া উঠিতে পারেন নাই! আপনার লেখায় কোন বোধটা আছে, যাহা পাঠককে নাড়া দিবে??? কোন দাগ কাটার মত দৃষ্টান্ত আছে যাহা পাঠককে উঠিতে বসিতে জীবনের বিভিন্ন সময়ে ইয়াদ দিলাইবে?? পাঠকের আকূলতার কোন কোণাটা ধরিয়া আপনি টান দেবার ক্ষমতা রাখেন বা চেষ্টা করিয়াছেন আপনার লেখায়?? ফেইসবুক মারাকোটিং আর খাতিরের লোক ধরিয়া আনিয়া চক্ষুলজ্জাবশত বই কিনাইয়া ফটো খিচাইয়া নিজেকে সার্থক লেখক হিসেবে কল্পনা করিয়া চরমপুলক বোধটা দরজা বন্ধ করিয়া লোটার সম্মুখে কিংবা কম্বলের অভ্যন্তরে সারিতে থাকুন, যাঁহারা অল্প বিস্তর সাহিত্য বোঝেন, আপনারা রোজ রোজ তাহাদের বমনাগতির কারণ হইতেছেন! আইছে আমার কল্লাজয়ী লেখক!!

আর টিকুটক ফাঠক বা সেলফি পাঠকের কথা নিয়া কিছুই বলিব না, কারণ আমারও দুই চাইরটা লাইক পাইবার দরকার আছে, নচেৎ এহজীবনে কী করিয়া দুইটা ভাত খাইবো??
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৪ বিকাল ৫:০১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। এইচএমপিভি

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৩




করোনা মহামারির ৫ বছরের মাথায় নতুন একটি ভাইরাসের উত্থান ঘটেছে চীনে। হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নামের নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে দেশটিতে।চীনের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান, আমেরিকা, জামাত-শিবির আমাদেরকে "ব্যর্থ জাতিতে" পরিণত করেছে।

লিখেছেন জেনারেশন৭১, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭



আজকে সময় হয়েছে, আমেরিকান দুতাবাসের সামনে গিয়ে বলার, "তোরা চলে যা, ট্রাম্পের অধীনে ভালো থাক, আমরা যেভাবে পারি নিজের দেশ নিজেরা গড়বো। চলে যাবার আগে তোদের পাকী... ...বাকিটুকু পড়ুন

=হয়তো কখনো আমরা প্রেমে পড়বো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:০০


পোস্ট দিছি ২২/১২/২১

©কাজী ফাতেমা ছবি

কোন এক সময় হয়তো প্রেমে পড়বো আমরা
তখন সময় আমাদের নিয়ে যাবে বুড়ো বেলা,
শরীরের জোর হারিয়ে একে অন্যের প্রেমে না পড়েই বা কী;
তখন সময় আমাদের শেখাবে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

বর্তমান সরকার কেন ভ্যাট বাড়াতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ১১:১০


জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসে। শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে জনগণ ছাত্রদের ডাকে রাস্তায় নেমে আসে শেখ হাসিনার সরকারের পতন ঘটায়। অবশ্য... ...বাকিটুকু পড়ুন

আপনার অন্তরে ঠিক যা রয়েছে, আপনার জিহবা দিয়ে ঠিক তাই বের হবে।

লিখেছেন রিফাত-, ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৪১



"আপনার অন্তরে ঠিক যা রয়েছে, আপনার জিহবা দিয়ে ঠিক তাই বের হবে।"

এ কথাটি আমাকে একজন ভাই এশার সালাতের পরে বলছিলেন।

বেশ কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কাজলার মোড়ে... ...বাকিটুকু পড়ুন

×