শেয়াল আর শকুনের ভীড়ে
ইঁদুরের মতো গা বাঁচিয়ে বাঁচিয়ে
শামুকের মতো লুকিয়ে নরম মাংস
নির্লজ্জ নিস্পৃহ আর
এড়িয়ে যাওয়ার কচ্ছুপে খোলসে
এভাবেই এগিয়ে যাই ধীরে ধীরে,
হাঁটি হাঁটি পা পা করে
অথর্ব কাতর ত্রস্ত শরীর টেনে
ক্রমান্বয়ে বাস্তবের দিকে,
আরো বাস্তব বার্ধক্যের দিকে,
আরো অধিক অলীক সভ্যতার দিকে !
এসেছিই তো একটু এগিয়ে যেতে,
এ বসুধাকে দড়ি দিয়ে টেনে
সাগর হতে হিমালয়ের দিকে
একটু এগিয়ে নিতে !
জীবন পেয়েছি বটে,
অক্ষরে নিরক্ষরে স্বাক্ষরে আঁচড়ে
ছাপ রেখে যাব তার এই বরফের 'পরে ।