এক লোক সারাদিন ঘুমায় আর খায়। একদিন তার বউ তাকে বলল- ঐ বাড়ির ভাই ২টাকা দিয়ে লুঙ্গি কিনে দেড় টাকা করে বিক্রি করছে। হেয় খালি খায় আর ঘুমায়। তখন ঐ লোক রেগে গিয়ে তার বউকে বলল- সে যে ২ টাকায় কিনে দেড় টাকা বিক্রি করছে এতে তার লাভ না ক্ষতি হচ্ছে? আর আমি কিছু না করে ঘুমাইলে আমার লাভ না ক্ষতি হচ্ছে? স্ত্রী বললেন- আমি মহিলা মানুষ, আমি ব্যবসার হিসাব বুঝি?
আমার এই কৌতুকটা হয়তো আমার বিষয়ের সাথে প্রাসঙ্গিক না কিন্তু মনে হল কোথাও যেন একটু মিল আছে।
পরীমনি উঠতি নায়িকা। আমার কেন জানি মনে হয় পরীমনি বিষয়ে যতটুকু প্রচার হচ্ছে তা যদি ঠিক থাকে তাহলে পরীমনি এই পথে আসার জন্য যতটুকু দায়ী তার চেয়ে বেশি দায়ী যাদের প্রয়োজন পরীমনির এই পথে আসার। এরা স্ত্রীর সাথে সম্পর্ক খুবই হতাশার আবার বাহিরে কোন সুন্দরী নারী দেখলে বড় বড় চোখ করে চেয়ে থাকে। মনে হয় যেন সপ্ত আশ্চার্যের একটি দেখছে। এরা পরীমনিদের তৈরি করে।
পরীমনি তার শিল্পী সমিতি থেকে যেভাবে ব্যবহার পেলেন তাতে মনে হয়- চলচ্চিত্রের কেউ এক ফোটা মদ কখনও ছুঁয়েও দেখেনি। এই সব বোতল ওনারা চিনেন না, জীবনেও দেখেননি। ওনাদের জীবনাচারে কোন খারাপ কিছু নেই। ওনারা যদি খারাপ কিছু করেও থাকেন তা শিল্পের স্বার্থে।
চলচ্চিত্র জগত থেকে আমরা যে শিক্ষা পাই তার উদাহরণ হলো পত্রিকার হেড লাইন পড়লেই বুঝা যায়। যেমন- ফিল্মি স্টাইলে খুন, ফিল্পি স্টাইলে চিনতাই, ফিল্মি স্টাইলে ধর্ষন, ফিল্মি স্টাইলে চাঁদাবাজি, ফিল্মি স্টাইলে মহড়া আরো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমন হেডলাইন পাননি- ফিল্মি স্টাইলে ভালো মানুষ, ফিল্মি স্টাইলে বিজ্ঞানি, ফিল্মি স্টাইলে কবি, সাহিত্যিক। তাহলে তারা আমাদের কি দিল!
নায়িকাদের এমন অভিযোগ এখন ডাল-ভাত- যে অভিনয়ের সুযোগ দিতে উঠতি নায়িকাদের বিছানায় যাওয়া প্রস্তাব নায়ক, প্রযোজক, পরিচালক দ্বারা পেতে হয়। এমন অভিযোগতো কখনো শুনিনি যে- নায়িকারা তাদের সাথে অভিনয়ের জন্য কু-প্রস্তাব দিয়েছেন নায়ক, প্রয়োজক বা পরিচালককে।
এই সিনেমা জগতে প্রায় সিংহ ভাগ পরিচালক, প্রয়োজক এবং কিছু সংখ্যক নায়ক আসে শুধু সুন্দরী নায়িকা ও শিল্পীদের ভোগ করার জন্য। এরা বুদ্ধি খাটায় কোন সিনে নায়িকাকে কৌশলে শিল্পের কথা বলে নায়িকাকে নগ্ন করা যায়। এরা কত বড় বুদ্ধিভিত্তিক প্রতারক- এদের কাজই হলো যেকোন কৌশলে নগ্নতার দিকে ধাবিত হওয়া। এরা বুদ্ধি খাটিয়ে নায়িকাকে বৃষ্টিতে ভিজায় সাদা কাপড়ে আর আর নায়কে তেমন বৃষ্টিতে ভিজতে হয না শর্দি লাগবে বলে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫২