আবার শুরু হল নতুন তর্ক । এবারে বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রিত্ব নিয়ে । আমরা যারা ষাটোর্ধ তারা তো থাকবইনা , আমাদের সন্তান কিংবা তাদের সন্তানেরা থাকবে , থাকবে এই স্বাধীন দেশটার মাটি কামড়ে । একটা সুমৃদ্ধ রাষ্ট্রের সুখী দেশপ্রেমিক নাগরিক হিসাবে যেখানে থাকবেনা ক্ষুদ্র স্বার্থের হানাহানি , থাকবেনা যেখানে একে অপরের সম্ভ্রম নিয়ে টানাটানির অশুভ প্রতিযোগিতা । সেদিন কি সত্যিই দূর যেদিন নাও, লাঙ্গল আর ধানের বাড়াবাড়ি অতিক্রম করে আমাদের সোনামানিকেরা পরিচয় দেবে আমি যতোই নাও , লাঙ্গল আর ধান করি না কেন সব চেয়ে বড় করি এই অভাগা দেশের স্বার্থ রক্ষার দল । দল করে শুধু রাষ্ট্র ক্ষমতা চাই মূলত রাষ্ট্রের সবাঙ্গীণ কল্যান সাধিত করার জন্য , জন োষ্ঠীর স্বা্থ রক্ষার জন্য ।
সেদিন কি সত্যি ই দূরে যেদিন কোন দল টানাটানি করবেনা অন্য দলের আঁচল ধরে । কেও কারও সন্মান নষ্ট করে নিজেকে বড় করার মানসিকতার পরিচয় দেবেনা ।
, পরবর্তী সোনামানিকেরা যারা সুীব্র চিৎকার দিয়ে জানান দেবে তাদের জন্মগত অধিকারের , তাদের জন্য আর কিছু করতে না পারি এইটুকু তো পারি আজকের দলপতিদের কাছে প্রার্থনা তো করে যেতে পারি " তোমাদের পায়ে পরি ওদের জন্য আর কিছু না করো দয়া করে হিংসার বীজ টা তে আর পানি সিঞ্চন করে এটাকে মহীরুহে রুপান্তরিত করার ব্যর্থ চেষ্টা করোনা " । ইতিহাস কথা কইবেই , সময় চোখে আঙ্গুল দিয়ে অতীতের ভুল গুলো দেখিয়ে দেবেই ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭