৫২ থেকে ৭১ আর ৭১ থেকে ২০১৪ অনেক গুলো বছর। অনেকগুলো বসন্ত বর্ষা , অনেক গুলো সোনালী রুপালী বছর অতিক্রান্ত হয়েছে জীবন নামক একু দুের্বাধ্য সময়ের হাত ধরে । প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব নিকেশ করতে করতে যখন ক্লান্তির ছাপ লেপে তন্দ্রাছন্ন ঠিক সেই মুহূর্তে পত্রিকায় প্রকাশিত বাংলা ব্যবহারে হাই কোর্টের রায় বিনা মেঘে বজ্রপাতের মত আর একবার আঘাত হানলৃ ৃদয়ের গভীরে , একেবারে স্নায়ুর তন্ত্রিতে । বাংলা ভাষা ব্যবহারে হাই কোর্টের রায় বাংলা ভাষাকে কতটা সমৃদ্ধ কৃকরলো না জানলেও এটা নিশ্চিত যে এত বছর ধরে আমরা যে আমাদের প্রিয় মাৃভাষাকে অবজ্ঞাই করে এসেছি (যে ভাষা আমাদের রক্তের দামে কেনা) তাই বিনা দলিলে আবার প্রমাণিত হোল ।
তবুও আশা একজন সাধারন নাগরিক হিসেবে , একজন আশাবাদী মানুষ হিসেবে , আজ থেকেই বাংলা ভাষার বহুল ব্যবহার ও পরিশীলিত চর্চা শুরু হোক । আমরা দায় মুক্ত হই আমাদের উত্তর সুরীদের কাছে । কৃতজ্ঞতা ঝরে পড়ুক রফিক , সালাম , শফিক , বরকতের কাছে ।
তার পরেও নিঃসংশয় হতে পারছিনা , এদেশের মানুষ আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল , আইন ভঙ্গের সাজায় কতটা ভীত সন্ত্রস্ত সে আমরা দূর অতীতেও দেখেছি , এখনও দেখছি ।
সংসার সাগরের সুখ দুঃখে আশাই যখন একমাত্র ভেলা তখন আশার ভেলাটাতেই উঠে পড়লাম একরাশ প্রত্যাশা নিয়ে ।