- একি! আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না!
- এখানেই বসবো?
- হ্যাঁ, এখানটায় বসুন।
- না ইয়ে মানে, সুন্দরী কারও পাশে বসতে ইতস্তত বোধ করি। পূর্ব অভিজ্ঞতা নেই তো!
- সব কিছুতে অভিজ্ঞতা থাকতে নেই। প্রেম ভালবাসা কেবল অনভিজ্ঞতাতেই জমে।
- জ্বি! জীবনে এই প্রথম কোন মেয়েকে দেখলাম লাজ লজ্জার মাথা খেয়ে এভাবে কথা বলতে।
- এমা! কেমন ছেলে আপনি? প্রেমে আবার লজ্জা কিসের?
- প্রেম! আমরা কি প্রেম করছি??
- তো নয়তো কি! আপনার কাছে কি মনে হয়? এই আকাশ ভাঙা রোদে আমি আপনার সাথে শখের বসে পার্কে বসে আছি?
- ইয়ে মানে, জানা নেই, শুনা নেই, হুট করেই প্রেম? এভাবেও প্রেম হয়??
- শুনুন মশাই! আমি আপনাকে প্রেম শেখাতে আসিনি। আপনার সাথে প্রেম করতে এসেছি। আর কে বললো আমাদের জানাশোনা নেই? হুম?
- আজই তো প্রথম দেখা, জানাশোনা হল কখন তাহলে?
- কেন, চিঠিতে!! দেখুন জনাব, মেয়েরা অত সহজে কোন ছেলের প্রেমে পড়ে না। আমিও তার ব্যতিক্রম নই। আপনার লেখা চিঠির প্রতিটা শব্দে আমি আপনাকে দেখেছি। প্রতিটি লাইনে আমি আপনার সাথে কথা বলেছি। চিঠির সম্বোধনে হেসেছি, ইতিতে কেঁদেছি। তবেই না আপনার প্রেমে পড়েছি!
- আপনাকে সাদা শাড়িতে বেশ অপরূপ লাগছে।
- পটাচ্ছেন বুঝি?
- ছিঃ ছিঃ না! অসব বাজে স্বভাব আমার নেই!
- আজ থেকে তবে এই বাজে স্বভাব করে ফেলুন। আমি আপনার চোখে সব সময় অপরূপ থাকতে চাই। সত্যি হোক আর মিথ্যে হোক!
- আপনি তো আচ্ছা চঞ্চল মেয়ে দেখছি!
- আপনার প্রিয় রঙ কি হলুদ?
- না, সাদা
- তাহলে হলুদ পাঞ্জাবী পড়ে কেন এসেছেন? জানেন না কালো মানুষকে হলুদে আরও বেশি কালো দেখায়?
- দেখুন ম্যাডাম! আমি কিন্তু অতটা কালো নয় যতটানা আপনি বলছেন। ঘটা করে এ অপবাদ না দিয়ে আপনি চকলেট কালারও বলতে পারতেন!
- ও আচ্ছা আচ্ছা! তাই বুঝি?? অবশ্য আপনার গায়ের রঙ চকলেট কালারও নয়, কাইন্ড অব নিউটেলা কালার। তো মিস্টার নিউটেলা, হলুদ পাঞ্জাবিটাই আপনাকে কেন পড়তে হলো শুনি?
- আসলে আপনি চিঠিতে বলেছিলেন, "আমাদের যেদিন প্রথম দেখা হবে সেদিন যেন পাঞ্জাবি পড়ি।" সমস্যা বাঁধলো, আমার তো পাঞ্জাবি নেই, আর পাঞ্জাবি পড়েও অতটা অভ্যস্ত নই আমি, তাই আরকি বন্ধুর পাঞ্জাবী পড়ে চলে এসেছি।
- হু বুঝেছি। এখন থেকে পাঞ্জাবিতে অভ্যস্ত হওয়ার ট্রাই করবেন। আমার সাথে ঘুরতে বের হলে পাঞ্জাবি পড়ে আসবেন। এখন চলুন আমার সাথে..
- কোথায়?
- আপনাকে পাঞ্জাবি কিনে দিবো। হলুদ পাঞ্জাবিতে আপনাকে আমার পাশে কাকতাড়ুয়ার মত লাগছে।
- আরে না থাক, কি দরকার এখন এসবের বলুন তো!
- চুপ করুন তো! পাঞ্জাবীর পকেটে কি রেখেছেন ওটা? ফুলে আছে কেন? সিগারেট??
- ওহ! এই দেখুন একদমই ভুলে গিয়েছি। আসার পথে আপনার জন্য আমার বাগানের সদ্য ফোটা কিছু ফুল নিয়ে এসেছি। এই নিন।
- বাহ, বেশ সুন্দর! আপনাকে যতটা গাধা ভেবেছিলাম, ঠিক ততটা গাধা আপনি নন। বেশ রোমান্টিকও বটে। ফুলটার নাম কি??
- নীলকন্ঠ। আপনার পছন্দ হয়েছে??
- অনেক পছন্দ হয়েছে। নিন, চুলে গেঁথে দিন।
- না মানে, আশপাশে সবাই তাকিয়ে... কি ভাববে বলুনতো!
- আহা দিন তো! ছেলে মানুষের এত লজ্জা থাকতে নেই।
- আপনার বুঝি একটুও লজ্জা করছে না?
- উফ! আপনি তো আস্ত বিরক্তিকর একটা ছেলে! চলুন যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে।
- চলুন।
- এইযে মি. নিউটেলা, দূরে দূরে হাটছেন কেন? আমাকে কি আপনার পছন্দ হয়নি?
- না মানে, হিসেব মিলছে না।
- কিসের হিসেব?
- আপনার মত একজন সুদর্শণা সুন্দরীর কিভাবে আমাকে পছন্দ হলো, সেই হিসেব।
- অত হিসেব কষতে হবে না। হাই হিল পড়ে হাটতে পারছি না, পা ব্যথা করছে। চলুন রিক্সায় চড়ি।
- চলুন, চড়া যাক।
- হাত ধরবেন?
- ধরা যাক!
- ভালবাসবেন?
- বাসা যাক!
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/ZRShuvoo