১৫'ই আগস্ট আর ৩০'শে মে…
আমরা বাঙ্গালী জাতি যে আমাদের কতবড় অস্তিত্ব হারিয়েছে, তা আমরা স্বাধীনতার ৪৭ বছরে এসে টের পাচ্ছি...
-যে জাতি ছিল শোষিত, নির্যাতিত, অবহেলিত…
-যে জাতি বুঝতনা গনতন্ত্র কি, স্বাধীনতা কি…
-যে জাতি পেটের ক্ষুদা আর পিঠের ব্যাথা কে এক সুঁতোয় বেঁধে ফেলিছিলো প্রায়,
-যে জাতি দড়ি দেখে সাঁপের ভয় পেত,
. . সে জাতিকে মুক্তির পথ দেখানোর দায়ীত্ব নিয়েছিলো এবং দেখিয়েছিল বর্তমান বাঙ্গালী জাতির প্রধান দুই রাজনৈতিক দলের দুইজন পূর্বসূরী..
কিন্তু আজকে রাজনৈতিক যাতাকলে পিষে গিয়ে চুর্নবিচুর্ন হয়েছে তাদের স্বপ্ন..
.
ক্ষমতার লোভ আর প্রতিহিংসায় কখনও বা এক দল শোক দিবসে করছে জন্মদিনের আনন্দ, আরেক দল বীর উত্তম কে বানিয়ে দিচ্ছে রাজাকার..
এক দল বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রকে বানাচ্ছে চীন মৈত্রি সম্মেলন, আরেক দল জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরকে শত কোটি টাকা ব্যয়ে বানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর্..
এভাবে নাম কাটাকাটির খেলা আর কতদিন?
এরা কেন এদের নিজের স্বার্থে সেই নেতাদের আদর্শকে বলি দিচ্ছে?
এক দল অন্য দলের সমালোচনা করবে এটাই স্বাভাবিক, কিন্তু সমালোচনার মাঝখানে এই দুই ব্যাক্তিকে কেন পিষতে হবে?
.
আজকাল সবাই নিজেদেরকে মুক্তিযোদ্ধার চেতনায় চেতান্নিত বলে দাবি করছে কিন্তু খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে দেশের অর্ধেক মানুষ হয় জিয়াউর রহমান কে ঘৃনা করে নাহয় বঙ্গবন্ধুকে..
আর লোকের এই ঘৃনা বা ভালোবাসার সৃষ্টি কিন্তু ওই দুই জনের আদর্শের পার্থক্যের কারনে হয় নি, হয়েছে রাজনৈতিক মতাদর্শের কারনে।
সোজা কথা বলতে গেলে,
যারা লীগ, তার ভালোবাসে বঙ্গবন্ধুকে,
আর যারা দল, তারা ভালোবাসে জিয়াউর রহমান কে..
এরা কেউই সত্যিকারের স্বাধিনতার চেতনাধারী হতে পারে না, সত্যিকারের দেশপ্রেমিক হতে পারে না।
-সত্যিকারের স্বধিনতার চেতনাধারীতো তারাই,
-সত্যিকারের দেশপ্রেমিক তো তারাই,
-নিজের দেশকে নিস্বার্থভাবে ভালোবাসে তো তারাই,
যারা "আওয়ামিলীগ" ও "বিএনপি" এ দুই এর গন্ডি থেকে বেরিয়ে এসে ওই দুই ব্যাক্তিকে সমহৃদয়ে, সমশ্রদ্ধায় স্বরন করে এবং তাদের আদর্শে তাদের গড়া দেশকে ভালোবাসে…
আজ ১৫'ই আগস্ট...
সেই দুই মহান ব্যাক্তির মধ্যে আজ আমরা একজন কে হারিয়েছি..
হারিয়েছি সেই মহান নেতাকে যার হাত ধরেই পূর্বপাকিস্থান আজ সোনার বাংলা।
শ্রদ্ধাবরে স্বরন করি সেই মহান নেতাকে...
.
“যার যা কিছু আছে তাইই নিয়ে ঝাঁপিয়ে পড়ো”
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
.
Rest in peace the leader of whole Bengali nation Sheikh Mujibur Rahaman
.
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/zrshuvoo
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫