১৯৭১ সালে ২৫শে মার্চ গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। তবে ১৯৭১ শেষ হলেও সেই গণহত্যা এখনো শেষ হয় নাই। ৭৫ এর গণহত্যা এরশাদ সরকারের গণহত্যাসহ আজ পর্যন্ত চলছেই। কবে শেষ হবে জানি না।আজ আমরা স্বাধীন হয়েও স্বাধীন না। স্বাধীন ভাবে কথা বলতে পারি না। সংবাদ পত্রের কণ্ঠরোধ, মানুষের কথা বলতে হিসাব আরো কত কী?
সব কিছুর পিছনে ক্ষমতা,চাই ক্ষমতা,চাই ক্ষমতা।
দেশ আজ জঙ্গী নামক আস্তানা।জানি না আমি আজ যেখানে ঘুমাই সেখানেও জঙ্গীরা আছে কিনা সন্দেহ নাকি জঙ্গী তৈরী করা হচ্ছে।
ক্ষমতার কারণে অনেকে আজ জঙ্গী তৈরি করছে, জঙ্গীনামক শব্দটি সামনে রেখে ক্ষমতা দীর্ঘায়ু করা। তার জন্যে হলেও জঙ্গী দরকার।
স্বাধীনতা পালনের নামে ছলনা করছি বৈকি!!
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৪