কক্সবাজার পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলাম গত ১৬ই ফেব্রুয়ারী গায়ে গাড়ি লাগার অজুহাতে ড্রাইভারকে কান ধরে উঠ বস করার পরেও, নাকে খত দিয়েছে ৷আমার মনে হয় তৌহিদুল ইসলামের বাবাকে যদি এই শাস্তি দেওয়া হত তাহলে কেমন লাগতো জনাব তৌহিদের !
এই ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয় আর সেই কমিটির প্রতিবেদনে সত্যতা পাওয়া যায় ৷ পরে তাকে জেলা পুলিশ সুপার সাময়িক বরখাস্থ করেন ৷
আমার প্রশ্ন প্রতিটা অপরাধের জন্য শুধু জনগণকে দেখানোর জন্যই কি সাময়িক বহিস্কার নাকি শান্তনা ৷তারা আইনের লোক বলে কি কখনো বিচারের সম্মুখীন হবে না? নাকি এভাবেই তাদের নিন্দিত অপরাধ গুলো উর্দ্ধতন কর্মকর্তারা প্রশ্রয় দিচ্ছে ৷
আমরা কবে দেখবো সেই অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি ৷
প্রশ্ন রেখে দিলাম মহামন্য স্বরাস্ট্রমন্ত্রীর কাছে ৷
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭