আমাদের শহরে এমন পাথুরে সময় আসেনি আগে ,
অলস সময় কাটাচ্ছে সব বেওয়ারিশ কুকুরেরা,
কাগজের ফেরিওয়ালার নাগরিক দুপুর ছত্রখান করা হাক ,
নিঃসঙ্গ দিকচিহ্নহীন চিলের মত আছড়ে পড়ছে শহরের শহরের অন্তঃপুরে ।
নেশাতুর ঘুমে মগ্ন ইউটিউবে নর্তকীর ঢং দেখা পেশীবহুল প্রহরীরা
প্রমোদ পানশালায় সন্তাপে পুড়ছে সমুদয় প্রেমিক হৃদয়,
কামের তাপে ,স্মৃতিবমি করছে শহরের সব বিপ্লবী প্রাণ,
আদি স্বমেহনে খসছে মানবীয় দক্ষতার শিরদাঁড়া ।
দলিত ,মোচড়ানো এক আড়াল করা সময় শহরের বাতাসে ,
প্রাগৈতিহাসিক শীৎকারের ধ্বনি মগজে পচন ধরায় পতনে পটু যুবকেরও,
স্বমেহনের দিন ফুরালে ,শীৎকারের ধ্বনি ক্রমশ নমিত হলে ,
কাগজের ফেরিওয়ালার হাক আছড়ে পড়ে আবার শহরের অন্তঃপুরে ।