এই তুমি সেই তুমি
মনেমনে আনমনে নয়নে
পথিকের মত শত
যে অচিন মানুষটাকে
প্রতিনিয়ত খোঁজে বেড়াই,
কুড়ি বছর পর আজ
রোদ বৃষ্টির ছায়াতলে
সে রাজকন্যার সাথে
রাজপ্রসাদে পরস্পর দেখা।
হঠাৎ নতুনত্ব দিনে
এই তুমি সেই তুমি
তব তোমার সাথে রুপকথা।
কোমল হাতের ছড়া ডানা
আমার ডানায় বেঁধে
কাছাকাছি আছি বসে
অাঁকাবাঁকা মুঠোপথ হেঁটে,
কদমে কদমে এগে যাওয়া
ঝুমুর ঝুমুর পায়ে বাজে
বাজে পায়েল তালে পা
সুমধুর কণ্ঠে বুক ভরেছো।
করেছো শিকারি ইন্দ্রজালে
চোঁখের ঝলকে... বাকিটুকু পড়ুন
