এ বছর ১৩ জনকে একুশে পদক দিচ্ছে সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রদক প্রাপ্তদের ৪০ হাজার টাকাসহ তিন ভরি ওজনের একটি স্বর্ণ পদক ও সন্মাননা পত্র দেওয়া হবে।
পদকপ্রাপ্তরা হলেন-
শিক্ষায় ড. রোরহান উদ্দিন খান জাহাঙ্গীর,
গবেষণায় অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন,
ভাষা আন্দোলনে মরণোত্তর মাহবুব উল আলম চৌধুরী,
সাংবাদিকতায় মরণোত্তর আশরাফ উজ-জামান খান,
সংঙ্গীতে বেগম বিলকিস নাসির উদ্দিন,
সাংবাদিকতায় মরণোত্তর মানিক চন্দ্র সাহা ও মরণোত্তর হুমায়ন কবীর বালু,
সাহিত্যে বেগম সেলিনা হোসেন,
গবেষণায় শামসুজ্জামান খান,
দারিদ্র বিমোচনে ড. কাজী খলীকুজ্জামান আহমদ,
সমাজসেবায় মোহাম্মদ রফি খান (ড. এম আর খান),
চারুকলায় মনসুর উল করিম
নাট্যকলায় রামেন্দু মজুমদার।