মুসাফিরের চতুর্দশপদী ভাবনা
রূপের পসর মেলে শহরে নগরে,
পৃথিবী পেতেছে মায়াজাল বিলোভন।
সময়ের পাকে বাধা কুহেলি জীবন
খেয়ালী নেশায় ক্ষয়ে যায় অগোচরে।
খ্যাপাটে ষাঁড়ের মত দিশা-হীন ঘোরে,
আলেয়ার পিছে ছুটে চলা আমরণ।
ক্ষণিক সুখের এই রঙ্গিন স্বপন ... বাকিটুকু পড়ুন
