ছোটবেলায় বইয়ে যখন কাঁচাগোল্লার কথা পড়তাম, তখন অদ্ভুত একটা খেয়াল আসতো। আমি ভাবতাম, কাঁচাগোল্লা হয়তো ফল জাতীয় কিছু, এটা সম্ভবত চাকু দিয়ে কেটে খেতে হয়।এইরকম একটা খেয়াল কেন আসতো আজও জানিনা।
যাই হোক, গতকাল এই কাঁচাগোল্লা চেখে দেখার সৌভাগ্য হলো। নাটোরের জয়কালী মোড়ের ছোট্ট এক দোকান। এখানেই অরিজিনাল কাঁচাগোল্লা পাওয়া যায় যার খ্যাতি দেশজুড়ে। পার্সেল করে নিয়ে অফিসের ডাইনিংয়ে বসে যখন খাই, মুখে দেওয়ার সাথেই এলাচ এবং অন্যান্য মশলার খুবই হালকা ঘ্রাণ অনুভব করলাম। মিষ্টতাও পরিমানমতো। সবমিলিয়ে আমার পয়সা উসুল।।।
এখন বলি এই ছোট্ট দোকান সম্বন্ধে। আমি যখন গিয়েছি, তখনই দেখি পিকনিক থেকে ফেরার পথে এই দোকানের সামনে তিনটা বাস দাড়িয়ে আছে। সবাই হুমড়ি খেয়ে পড়েছে কাঁচাগোল্লা কেনার জন্য। রিকশাওয়ালাকে জিজ্ঞেস করতে সে বললো, এভাবে প্রতিদিন অন্তত ১০-১২ গাড়ি আসে। এছাড়া অন্যান্য মানুষ তো আসেই। জনপ্রতি গড়ে ১ কেজি করে ধরলেও কত টাকার বেচাকেনা হয়, ভাবা যায়!!! এর নমুনাও পেলাম।। কাঁচাগোল্লা কেনার সময় আমি ৫০০ টাকার নোট দেওয়াতে তিনি সেটা ক্যাশবাক্সে রাখলেন। খেয়াল করে দেখলাম, সেখানে ৫০০ টাকার যতগুলো নোট, তার পরিমাণ সম্ভবত ১-১.৫ লক্ষ টাকা হবে।। এছাড়া অন্যান্য নোট তো ছিলোই।।