১.
গতকালের ঘটনা
হ্যালো ?
কি করছো সোনা ? তার কণ্ঠে কেমন আহ্লাদ আহ্লাদ একটা ভাব পেলাম ! একটু ভয়ও পেলাম, তার এই আহ্লাদ ভরা কণ্ঠ শুনলেই মনে হয় সামনে কঠিন কিছু আসছে ।
একটু ভয়ে ভয়েই জিজ্ঞেস করলাম, "কি ? আজকে খুব খুশি খুশি লাগছে ! ব্যাপার কি ?"
আজকে একটা মজার হিন্দি মুভি দেখেছি, নাম হলো "Ugly or Paggly"। দারুন মুভি ! নায়িকা কথায় কথায় নায়ককে চড়, থাপ্পর, ঘুষি মারে। ইস্ তুমি যদি এখন আমার পাশে থাকতে, তাহলে তোমার চুল টেনে ধরে মাথা ঝাকাতে পারতাম। ইস্ ! তোমাকে ভীষন মারতে ইচ্ছে করছে ! তুমি কেন আমার পাশে নাই ? আর শোন, এক্ষনি এই মুভিটা দেখবে, আর ঐ নায়কের মত হতে চেষ্টা করবে ! ঠিক আছে ?
আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে ।
হঠাৎ করে বললো, তোমাকে আজকে চুল কাটতে বলেছিলাম, কেটেছ ?
আমি আমতা আমতা করে বললাম, আসলে একটু ব্যস্ত ছিলাম সারাদিন, তাই কাটতে পারিনি।
কি ! তুমি চুল কাটার জন্য এক ঘন্টা সময় বের করতে পারনি ! এই কথা আমাকে বিশ্বাস করতে বলো ? তুমি ইচ্ছা করে, intentionally আজকে চুল কাটনি !
সত্যি বলছি, আসলেই আজকে খুব ব্যস্ত ছিলাম।
খবরদার, আসলে তুমি বকা না খেলে আমার কোন কথা শুনতে চাওনা। আমি যেদিন তোমাকে একটু ঝাড়ি দেই তার পরের কয়েক দিন তুমি একটু লাইনে থাক। আচ্ছা তুমি কি ! বলতো ? তুমি কি মনে কর তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার খুব ভালো লাগে ?
আচ্ছা, আমার কি কোন কাজ বা ব্যস্ততা থাকতে পারে না ? আর তুমি এত ছোট একটা বিষয়কে কেন এত প্যাচাচ্ছ ? তার উপর আমাদের হোস্টেলে কোন সেলুন নেই, অনেক দুরে অন্য হোস্টেলে গিয়ে চুল কাটাতে হয়। অনেক সময়ের ব্যাপার।
তোমার কাছে এটা ছোট ব্যাপার হতে পারে আমার কাছে না ! তুমি আমাকে কথা দিয়েছিলে আজকে অবশ্যই চুল কাটবে, তুমি তোমার এই ছোট্ট কথাটা রাখতে পারনি, আর বড় বড় কি কথা রাখবে ? আর শোন, আমি এখন ফোন রাখছি, খবরদার তুমি আমাকে আর বিরক্ত করবে না। চুল না কাটা পর্যন্ত আমাকে আর ফোন দিবে না, সাবধান। এই বলেই দিলো ফোনটা কেটে।
আমার মেজাজটাই খারাপ হয়ে গেলো ! ও যে কেন এত ছোট ছোট বিষয়ে এত বেশি ঝামেল পাকায় ? ধ্যাঁৎ , আর ভালো লাগে না।
মন খারাপ নিয়ে "Ugly or Paggly" দেখতে বসলাম। মুভিটা দেখে মেজাজ আরও খারাপ হয়ে গেলো।
আজকের ঘটনা
আজকে সকালেই ফোন দিয়ে বললো, "কি ব্যাপার ? ফোন দিচ্ছো না কে এখনও ?"
আমি বললাম, "তুমিই না গতকাল সাবধান করে দিলে, চুল না কেটে যেন ফোন না দেই !"
আচ্ছা, আমার এই কথাটাতো ভালোই শুনেছ, তো আমার অন্য কথাগুলো শুনতে এত কষ্ট হয় কেন ?
আমি কথা অন্য দিকে ঘুরানোর জন্য বললাম, গতকাল রাতে "Ugly or Paggly" দেখেছি, কিন্তু ভালো লাগেনি।
কেন ?
এইটা একটা কোরিয়া মুভি "My Sassy Girl" থেকে হুবহু কপি করেছে। ঐটা আগে দেখেছি তো তাই এইটা ভালো লাগেনি।
আচ্ছা ঠিক আছে এখন রাখি, কলেজে যাবো। খোদা হাফেজ
খোদা হাফেজ।
বিকাল বেলায় আমি ফোন দিলাম।
প্রথমেই জিজ্ঞেস করলো, "চুল কেটেছ ?"
কেটেছি
এই তো লক্ষী ছেলে। দেখছো, ঝাড়ি না দিলে তুমি আমার কোন কথা শুনতে চাও না। আচ্ছা, তোমার ক্যামেরাটার কি অবস্হা ?
আমি কিছুই বুঝতে পারছি না ক্যামেরার কথা আসলো কেন , তাই বললাম, " কেন ? হঠাৎ ক্যামেরার কথা জিজ্ঞেস করছো কেন ? "
না !এমনি। ক্যামেরার ঠিক আছে তো ?
হ্যা, ক্যামেরার ঠিক আছে।
এখন তোমর কাছে আছে তো ?
বললাম, হুমম, আমার কাছেই আছে।
আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, এক্ষনি একটা ছবি তোলে ইমেইলে পাঠিয়ে দাও। আমার কেন যেন মনে হচ্ছে তুমি মিথ্যা কথে বলছো আমার সাথে, আসলে তুমি আজকেও চুল কাটনি ...................
৭ম পর্ব
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৪