আমার কমলা রঙের স্বপ্ন গুলোর
একটি তিলোত্তমার সাথে কাক দেখা।
শীতকাল হলে হাঁস দেখা যেতে পারে।
বাঁলিহাস,তবে কালো হলে ভালো।শীতের
মধ্য ভোরে কি জাহাগ্ঙীর নগর
বিশ্ববিদ্যালয়ের গেট
খোলে কি না জানা নেই।তিলোত্তমাকে
নিয়ে যাওয়ার আগে জেনে নিতে হবে।
ঢাকায় তো বিদেশী হাঁস
পাখিরা একমাত্র সেখানেই ওঠে।
দেশী হাঁস দেখার মধ্য কোনো আনন্দ
নেই।থাকা উচিত্ ছিলো।তাহলে সবাই
আয়োজন করে দেশী হাঁসও দেখত।
সেদিনর ছবিটা চোখের
সামনে দেখতে পাচ্ছি।আমরা আনন্দ
নিয়ে হাঁ করে প্রকৃতির সৌন্দর্য গিলবো।
সে বোধ হয় হাঁ করবে না।
তিলোত্তমা শুনছ!
হুম!
আমার হাত টা একটু ধরবে?
ধরা যাবে না।পাগলদের হাত ধরা যায়
না।
ও,আমি ধরি?
না।সেটাও সম্ভব না।
কেনো?
আমি তোমার একটা আকাঙ্খা।আকাঙ্খা
পূর্ণ হতে নেই।আকাঙ্খার আসল আনন্দ
অপূর্নতায়ই।
আমি কি কখনোই তোমার হাত
ধরতে পারবো না?
না।প্রয়োজনে আমি অন্য
কাউকে বিয়ে করে ফেলবো।আমাদের
দুটা বাচ্চা হবে।
ভালো ছেলে হলে অবশ্যই বিয়ে করো।
কিন্তু ছেলে ভাল না হলে আমি খুন
করে দিয়ে আসবো।
আমি যদি খারাপ ছেলেটাকেই
ভালো বাসি?
সেটা তো ভাবিনি।
ভেবে তোমাকে জানাবো।
আচ্ছা।