আমি এখন ঠিক ওদের মতো যে কেউ একজন
স্পর্শে এতটুকু অনুভূতি নাই বোধহীন জীবন
স্তব্ধ, দুম্ড়ে যাওয়া নিশ্চল এবং ভোঁতা
শিহরনে সুখ পাইনা, উত্তেজনাও বুঝিনা
হাসিতে ঊচ্ছলতা নাই নিঃশ্বাসে প্রান কই?
ক্লান্ত হলেও কষ্ট পাইনা সুখ ও বুঝি তাই।
ক্রন্দন থেমে গেলেও বেদনা থমকে থাকে
অসারতা সর্বত্র তীব্র থেকে তীব্রতর
আমি এখন ভোঁতা, বোধহীন একজন।
ঘুমোতে যাই সেভাবেই প্রত্যহ যেভাবে যেতাম
স্বপ্ন গুলো অদৃশ্য রংহীন, রস হীন।
অমুদিত চোক্ষু অর্ধমৃত প্রান
জীবনের শেষ নাই মুক্তি নাই।
নিশ্চল নিথর পাথুরে সময়
ব্যঙ্গময় অভিশপ্ত অসহ্য,
বাঁচার আকুতি নাই,
রোমাঞ্চ আসেনা, বৈচিত্র কোথায়?
ছন্দ খুজি ফিরি সর্বত্র অবশেষে শূন্যতা
শব্দহীন জীবন বোধহীন জীবন।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১