এলিটা গহীন হলদে আলোর আবছায়
মুছে যাওয়া বিধুর আলতার সামিয়ান,
না, আর্জি নয় কভু..
কে বল আমার হতভম্ব মেঘের মত আশ্বিনা ঘুর্নি
কার ভালবাসা তোমাকে ভালবাসে করে বক্ষ সমুদ্র গর্জন?
আমি আজ প্রেম ভিখারী কোন মজুরের কথা বলিনা,
আজ উজার পৃথিবীর বুকে যত বেচাকেনা
উত্তাল বানিজ্য পথ, পথে পথে মানুষের হাট
যেখানে বিকেছে ভালবাসার সমস্ত খড়ি পাট
সেখানে কোন আন্দিজ বুকে উগড়ে ঝর্নাকলমে লিখেছে
ঘন সবুজের বুক চিড়ে আমার মতন ঘন জলকাব্য জল?
এলিটা,
অথচ দেখ আজ সময়ের ত্রিশঙ্কু পেরিয়ে
সেই আমি তুমি আর নেই একটি বিন্দুতে
আজ ধাবমান নক্ষত্র গতিতে দুরত্ব বাড়ানো আমাদের পেশা..
সহস্রাধিক আলোকবর্ষ দূর দুটি নক্ষত্রের বিচ্ছেদ নেশা..
ঘুর্নাক্ষরেও বিচ্ছুরিত বর্নালি ছোবেনা তোমার ছায়া...
তুমি শান্তি বানাও আকাশগঙ্গা নিহারি তরুন মায়া ।
শান্তি! শান্তি! শান্তি!
আর এদিকে আমি ভালই আছি যদিও
ভুল করেনি কোনো উল্কাপিন্ড, বল্গা গ্রহাণু বর্ষন
পথ ছড়িয়েছিল এঁকেবেকে যেদিকে আমার ভালবাসা জাল
ধীরে ধীরে প্রবল স্কন্ধ ভেদেছে উদ্ভট মধ্যাকর্ষন
সমস্ত সকাল,দুপুর, বিকেল বিদঘুটে অতপর অমানিশা
আমি ভালই আছি.......
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫