জোর করে জোর করে বলে
একি আজব কারখানা
লাইক দিতে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না!
ব্লগে আইসা কি ব্লগার ছিলে
এসে তুমি কত লাইক নিলে,
কি ব্লগার হবা যাবার কালে
সে কথাটা ভেবে বল না!!
ভিগু, সাস ভাই, ব্লগার মুচি
এক ব্লগেই সব হয় গো শুচি,
লেখা দেখে যদি না হয় রুচি
মডু ভাই কাওকে ছাড়বে না!
প্রকাশ্যে যে লাইক চাইতে রয়,
তাতে কাহার কি ক্ষতি হয়?
ভ্রমর বলে লাইক কারে কয়
এ ভ্রম তো ভাই আর গেল না!
একটা লাইক দিব বলে
করি কেন তা না-না-না!!
যখন কারো কাছে লাইক প্রত্যাশা করি, জোর করে লাইক চাই কিন্তু পাইনা তখন মনের দুঃখে লালনগীতি গাই... আর তারই জেরে এর জবাবে আমার কমেন্টের পাশে আরো মজা করে সুপ্রিয় কবি ব্লগার ভিগু ভাই বলেছেন-
ও শ্যামরে কানে কানে..
ও শ্যামরে কানে কানে...
একেলা পাইয়াছি রে শোন
এই ব্লগ বনে....
আইজ লাইক-লাইক খেলবো রে শ্যাম...
একেলা পাইয়াছি হেতা লাইকনাদি' যাবে কোথা...
চৌদিকে ঘিরিয়ারে রাখবো...
সব ব্লগার সনে
আইজ লাইক লাইক খেলবো রে শ্যাম...
আমিও কম যাইনি, লাইক ফ্যাক্টরটা নিয়া আবার শাইজির কাছে আবার গিয়াছি। উনি বলিয়াছেন-
সব লোকে কয় ভ্রমর কি কবি ব্লগসংসারে।
সাইজি বলে কবির কি রূপ
দেখলাম ভাই না এই নজরে!!
কাব্য দিলে হয় কি কবিগান
নারীলোকরে যায় কি পটান!!
ব্লগার চিনি পোষ্ট প্রমাণ
কাব্যচোরা কি প্রকারে!
কেউ রম্য কেউ কাব্য গলে
তাইতে কি ব্লগ ভিন্ন বলে?
লগইন কিংবা আউট কালে
ব্লগার চিহ্ন রয় কারে!!
ব্লগ জুড়ে কত কবির কথা
লোকে গল্প করে যথাতথা।
সাইজি বলে ওরে ভ্রমর পাঠা
কি লেখছস এসব ব্লগবাজারে...
সাইজির ঝাড়ি খাইয়া আমি তব্দা হয়ে আছি। সক্কাল থেইক্কা কিছুই খাই নাই। মন বেজার। গুরুর ঝাড়ি এদিকে আবার লাইক নাই। খুব টেনশনে আছি! কাব্যিক ভাষায় বলা যায়-
লাইক কমেন্ট পড়ে কম
চিন্তায় আছি এই অধম!!
এইডা কইতে না কইতেই পাশ ফিরে দেখি এক অচেনা ব্লগার হৃদয় (ইয়ে মানে কানে কানে কই কাওরে কইবেন না যেন, উনি কবিতা লেখে আবার রান্নার হাতও বেশ

একবার যদি কেউ লাইক মারতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
যদি এমন হতো একটি কিলিক
আমায় বলে কেউ ব্লগে মারত
সবে লাইকের ঝিলিক!
এ জীবন তবু কিছু না কিছু পেত
যদি এমন হতো একটি টিপন
আমায় হাসিয়ে বলে যেত সে
এই নাও লাইকের ফোড়ন
এ জীবন তবু কিছু না কিছু পেত..
আমিও কম না। আমি উনার তালে লয় মিলাইয়া সবশেষে হাদি স্যারের কন্ঠে সুর তুলে গাইলাম-
চলে যায় যদি কেউ লাইক না মেরে
কাঁদিস কেন মন..
ব্লগ পাড়ার এই জীবনে গাও প্যারোডি সর্বক্ষণ..


উৎসর্গে- সুপ্রিয় কবি বিদ্রোহী ভিগু