আহবান
সাগরিকা,
তুই শুনিস কি এই অলিন্দ নিলয়ে
ছন্দিত হৃদয় ডংকা সুদূর সমুদ্রতট ধারায়,
ভাবিস কি এই নাবিকের কথা গোলার্ধ ধ্রুবতারায়!
দেখিস কি ওই মেঘের ঘটায় টুপটাপ বৃষ্টি ফোঁটার
মত ঝড়ে যাওয়া কিছু গান,
চোখের তারার ঝলকে
জোছনা ভরা সুনীল দিগন্ত আহব্বান!
জীবন যুদ্ধ
সাগরিকা,
তুই কি দেখেছিস আমার দিগভ্রান্ত নাবিকের মত
আলেয়ার পিছুপিছু কুহেলিকাময় রাত্রিযাপন,
জাহাজের মাস্তুল বেয়ে অমানিশা ঘোর,
বাতাসের প্রবল তোড়ে ছিঁড়ে যাওয়া পালের মত
সাঁইসাঁই করে উড়ে চলা গাংচিল ডানায়
সমুদ্র ছিঁড়েখুঁড়ে প্রবলবেগের জোর!
আমি নাবিক, সমুদ্রের নাভিকূপে জেগে থাকি অনন্ত বালুকাবেলায়,
আমি সহস্র পাহাড় ঢেউ ভেঙে ভেঙে হাসি, একেলা বিরান ভেলায়।
আমি, বিন্দু বাসরশয্যা সাজাই, এই বিক্ষুব্ধ উত্তাল বক্ষে,
আমি সহসা হাসি খুলে মনপ্রান, দূর ধ্রুবতারার ঐ অক্ষে!
আমি দেখি, রাবণেরা দংশিল আমার নীল, দিয়ে ডগার ওই খঞ্জরী,
দেখে, দেই হাক পাড়ি, হিমালয় ছাড়ি, ভূগোলে প্রলয় সঞ্চারী,
সমুদ্র শাসনে একেলা ভীগু, ভাসি আঘাতে ফুটিয়ে মঞ্জরী!
বিরহ বিলাপ
সাগরিকা,
শুনেছিস কি এই সমুদ্র নিলয় গর্জন?
দেখিস কি বিদ্যুৎছটায়, তুলে আনা কত অর্জন!
ঝড় ঝঞ্ঝার এই প্রানের খেলা খেলেছি বহু আগে,
জীবন মরণ খেলছি আমি, তুই একি অনুরাগে?
ফিরে আয় এই বাহুডোরে আজ
শীতল চাবুক ফেলে,
আয় প্রবল জোয়ারে আত্মঅভিমান গলে,
দেখ কেমন জাগিয়েছে তিথিডোর,
দেখ কেমন ফেনিল পারাবারে
হাসে আমাদের ছিপ সমুদ্রবাসর!
যদি ঘরে নাই আসিস আজ,
আনিব নীলাম্বু মাঝে লহু ঝড়
চপলা বিজলি বাজ!
যদি নাইবা আসিস ফিরে,
সুমেরু কুমেরু ভাগ হয়ে যাবে
এই সমুদ্র বক্ষ চিড়ে।
সাগরিকা, আয় ফিরে,
নিঃসীম এই পাথার বুকে,
দেখ কেমনে মরছে রাঘব ধুকেধুকে,
দেখ, তুই বিনা একেলা এক নির্ধন,
কেমনে থাকে বিরান নীলে,
সয় আরেক সীতার বিসর্জন!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬