তুমি যদি আমায় হে ভালবাস বালা,
ভালবেসে খোঁপায় বাধ আম্র মুকুল,
তবে গলে দিতে রাজি ঐ কন্টকমালা,
বাজিবে বাশি বনে; নাচিবে বকুল!
শাখাতে বসে পাখি গাহিছে মধু-গান,
কেমনে সহিব ব্যাথা; বিরহে কাতর,
সিনাতে বিধুর টংক্কা; মারিছে টান,
বুক মাঝে গেঁথে গেল নৈঃশব্দ্য পাথর!
প্রেমানলে জ্বলে হিয়া; তপ্ত তরুবর,
ঘুরিয়া চকিতে দেখি; নন্দন-কানন,
ধন্য আমি গৌর-কান্তা; বাহারি রতন!
রচিলে ভ্রমর ডানায়; প্রেম-স্বাক্ষর!
পুড়িয়া প্রেমানলে; হেরিলাম যে তারে,
বক্ষ মাঝে বাধি; প্রিয় লাবন্যপ্রভারে!
উৎসর্গঃ লাবন্যপ্রভাকে!
ছবিঃ গুগল।
সর্বস্বত্ব সংরক্ষিত
রাত্রি ১১ টা ৪৫ মিনিট
১৫ সেপ্টেম্বর, ২০১৬
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১