চারদেওয়ালে ঘেরা এই আলোর বনে,
প্রেমগুলো ভেসে যায় গোপনে নির্জনে।
এলিটা,
তুমি ফিরে এসো আবার-
শাপলা শালুকের মালায় গেঁথেছি
তোমার লাল-নীল স্বপ্ন-হার।
ঝড়ের প্রবল নৃত্যে তাই ঘরে থেকো না আর!
দুয়ার খোল,
দেখ বাইরে কেমন মত্ত হাওয়া বয়,
দেখ উড়ছে পাখি কী নির্ভীক নির্ভয়।
গাছের পাতায় পাতায় সশব্দ চুম্বন
কেমন উদাসী বনে মাতাল সমীরণ!
তবুও তুমি বাতাসের সাড়ায় আজো
বেলকনি বসে উদাস জানি,
কবিতার পাতায় মন নেই
সজল অশ্রু ভরা নয়নখানি!
বৃষ্টির প্রথম স্পর্শে চমকে ওঠা
মাটির ডাক শুন,
ওরা আমায় বলে,
মিছেমিছি ছলে
কবি, প্রেম কাকে বলে!
আমি বলি, কবিতার আখর ফেটে রক্ত আসে যা,
তাই প্রেম, তাই কবিতা!
তোমার নয়ন জোড়া বোঝেনি
তখনও কবিতার ছবিটা!
তাই বলেছি কিছুক্ষন,
একবার, শুধু একবার ফিরে এসো,
বুকের অলিন্দে গিয়ে শোন
ধমনির কিছু কথা, দেখ স্নায়ুর অনুরণন!
নবপল্লবিনী,
এই মধুক্ষনে,
একবার তোল ওই সবুজের আঙুল,
একবার গেঁথে নাও শালুকের ফুল,
একবার দেখে নাও জোড়াপাতার ভুল,
ভাসিয়ে দাও বাতাসে ওই রেশমি চুল!
ফোটায় ফোটায় ফুটক বৃষ্টির গুল!
প্রিয় এলিটা,
কবিতার আহব্বানে,
ঝড়ের প্রবল নৃত্যে নেচে ওঠ সংগোপনে!
ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত
দুপুর ১২ টা ৩৮ মিনিট
১৩ সেপ্টেম্বর, ২০১৬
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩