যাকে ছুঁয়ে ফেলা যায়,
একটু হাত বাড়িয়েই-
তাকে বলেছি,
মনেঠাসা প্রতিটি ভুল শব্দকোষ,
গোপনে রাখা প্রতিটি নির্ভুল দোষ,
বিশ্বাসে, পরম বিশ্বাসে,
নিশ্বাসে, প্রতিটি নিশ্বাসে,
ভুলে গেছি এক পলকেই!
নীলকন্ঠরাও জানে আজকাল এভাবেই
ভালবাসা বুনে চুড়ুই পাখির দল,
ঘাস লতা পাতার আবরণ খুলে
বেড়িয়ে পড়ে নব নব ঢ্ল,
মেঘের ভেলায় ভেসে
ফোটা ফোটা জল!
বটবীজের নাভীর গভীরতা থেকে
জেগে ওঠা সবুজে পল্লবী যত,
গাঢ় হয়ে ওঠা আমাদের ভালবাসা
মেহগনি পাতার সবুজের মত,
বিশ্বাসে, পরম বিশ্বাসে,
নিশ্বাসে, প্রতিটি নিশ্বাসে,
মনে যা গেঁথেছি বকুলের মালার মত,
নগর পেরিয়ে সবুজের পাতায়
বোনা জলবিন্দুর দল,
এঁকেছে মন কাড়া ফুল
যেন হৃদকোমল!
ঝরে গেছে সেই মুক্তো দানা
কখন কি অজান্তে,
মাঠ ঘাট পেরিয়ে
তোমার সীমানা প্রান্তে!
রাখিনি, সেও মনে রাখিনি,
বিশ্বাসে, পরম বিশ্বাসে
নিশ্বাসে, প্রতিটি নিশ্বাসে
ভুলে গেছি এক পলকেই!
ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত
রাত্রি ১ টা ২৮ মিনিট
০৪ সেপ্টেম্বর, ২০১৬
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১