কি
রুপ
তোমারি
চাঁদ মুখের
সখি, ঝলকিত
নয়ন, তিথিডোর।
হাওয়ার তীব্র কাঁপন
থরথরি, উদ্ভাসিত ভোর।
চাঁদনী রাতে রুপের পেয়ালা,
ধীরে দুলে দুলে ওঠে কবি প্রাণ,
যমুনার তীরে মেতে মেতে ওঠে সে,
হুকুমে মালিকা চিরযৌবনা নূরজাহান।
আগ্রার তখে ঘুমায়নি সে, উত্তপ্ত দুটি চোখ,
বুকে যেন তার সেলিমনামা,অঘোষিত বিক্ষোভ।
এমন করে আমার লাগি হায় জ্বলিবে যেবা আমরণ,
তাহা লাগি শীরে তাজ খুলি খোদা,রাঙায়ে দিব চরন!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫