কি
বসে
ভাবছ
কবি তুমি,
কিসে মগ্ন মন।
চেয়ে দেখ এ ধরার
মাঝে মানুষ ধরেছে পণ!
যায় যাক মান তবু পরোয়া
করেনা আনি ঝুলি ভরা অর্জন!
বন্ধুর বুকে বসে ছুরি, হায় বন্ধুবর!
হাসি ভরা ছলনায় সে মুখোশে গুপ্তচর!
সফল হতে মানুষ মানুষে লাগে রেশারেষি,
বিচার মানি তালগাছ আমার বন্ধুত্ব পরদেশী।
মনুষ্যত্ব ভেসে গেছে আজ চারিদিকে কপটতা,
সুখপ্রাসাদে সুখ নেই কবি, ধোঁকাবাজির সফলতা!
ছবিঃ গুগল
উৎসর্গঃ নিঃস্বার্থ মানবকে!
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭