দেখ
আমি চুয়ে
চুয়ে নেমেছি
ভোরের দুর্বা ঘাস,
সকাল বেলায় যেথায়
তোমার নূপুর নেবে শ্বাস!
আমি সাজিয়েছি সেথা সযত্নে
নবাবী অভিজাত্যময় কারুকাজ!
আমি সাজাহান তুমি শীরের তাজ।
ভ্রমরের ডানায় রাঙা অরুনিমার লাজ,
সবুজ কবিদের হাটে হাটে কবিতার সাজ!
দেখ বাহারিয়া রুপে নাচে বনান্ত-বিটপী আজ!
দেখ অসীম নীল তলে শান্ত পাহাড়ি নদীর ভাজ!
এই নবজাগরিত ভোরে মিষ্টি রোদেলা এ আলফাজ,
তোমারি রুপে অমর হবে সাজাহান,তুমি শীরে তাজ!
ছবিঃ গুগল
উৎসর্গঃ জিন্স, ফুলহাতা শার্ট পড়া মেয়েটিকে!
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭