ও
ঘাটে
এ ঘাটে
ভালবাসার
খেয়া বয়ে যায়
নিয়ে স্বপ্নিল রাশি
রাশি যত ফুলের ডালি,
অলক্ষ্যে একদা ভালবেসে
হয়েছি অমাবস্যা ঘাটের বালি।
এলোমেলো হাওয়া মনে লাগে টান,
ব্যথা বিধুর অষ্টমী তিথি, ভাঙনের গান,
এই নাও ফুলের ডালি আর তুলো না ঝড়;
এ দেখে বাঁকা চাঁদ হাসে, তার সাথে বালুচর,
ইতিউতি ঘুরেফিরে;পোড়ার প্রান্তরে; দুখী চন্দ্রিমা,
বিধুর এ লগ্নে মালা ভেসে যায় জলে; ওগো মধুরিমা!
ছবিঃ গুগল
বিঃদ্রঃ কবিতার শেষ কয়েক চরণ নিজের মত করে কিছুটা বুঝে নিতে হবে।
উৎসর্গঃ বিধুর চন্দ্রিমাকে!
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৯