এই উদাসী দুপুর,নেই কোন সুর
ভাঙন লাগানি গান।
মরুময় বুক, নেই কোন সুখ
এলিটায় অবসান।
বসন্তী সখি, রুপ সুর্যমুখী,
ক্ষেপে আছে ভ্রমর ডানা,
এই পথে আসি, এই পথে যাই
শুনবো না কোন মানা।
শীত চলে যায়, বসন্ত আসে
ফুলে ফুলে সারা বন।
আমি ঘুরে ফিরে, খুঁজি হাক ছেড়ে
নিয়ে এ সরাবী মন।
কবিতায় খুঁজি, কাব্যে খুঁজি
তোর কোন নেই দিশ
মনে পড়ে হায়, ডায়েরীর পাতায়,
যত জলকেলি খেলেছিস।
আজ মধুবনে, সুখ শিহরনে
ঘুমে কাতুরীয়া তোর মন,
আমি অভাগা, দিনরাত জাগা
তোর সে প্রেমিক জন।
এই পথে যেতে, ডানেবামে ক্ষেতে
খুঁজে যদি পাই তোরে,
আসুক বাধা, ওরে রাধা
কৃষ্ণ কি পরোয়া করে।
রুপের লালি, ফুলেল ডালি,
লুকিয়ে কোথায় তুই,
পরান যে যায়, আয় বুকে আয়,
হাতখানি কনেক ছুঁই।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪২