পিচ্চি মামাত ভাই নতুনে কথা বলা শিখেছে-
মামি বললো কোলে করে একটু ঘুরিয়ে নিয়ে আসো--
গেলাম--
ভাই-- দাদা ওটা কি-? (ইটের ভাটা দেখাইয়া)
আমি - ওটা ইটের ভাটা বা ব্রিক ফিল্ড ইট বানায়,
ভাই- ইট কি-?
আমি- ইট হলো চারকোনার নির্দিষ্ট মাপের মাটির শক্ত টুকরা, বারি বানায়,দেয়াল বানায় কতকিছু বানায়
ভাই- কেন বারি বানায়-?
আমি - বারিতে আমরা থাকিত তাই ওটা দিয়ে বানালে শক্ত হয়-
ভাই- আমিকি বারি বানাবো-?
আমি- হুম বরো হলে চকরি করে বানাবা-
ভাই- চাকরি কি-?
আমি- মানে তোমার বাবা যা প্রতিদিন করে সেটাই চাকরি!
ভাই- বাবা কি কি করে!?
আমার মেজাজ তো আগুন হইতেছে ধিরে ধিরে)
আমি- তোমার বাবা অফিসে যায় কাগজ পত্র ঠিক করে তাই টাকা পায় - এটাই চাকরি-
ভাই- টাকা কি-?
আমি- চারকোনার কাগজ দিয়া বানায়-
ভাই - ইট ও চার কোনার, টাকা দিয়া কি বারি বানায়?!!
আমি - টাকা দিয়াইত বারি বানায়
ভাই- তাহলে তুমিত বললা ইট দিয়া বারি বানায়,
আমি- আচ্ছা টাকা দিয়া আগে ইট কিনতে হয়,
ভাই- কেন কিনতে হয়-?
আমি- না কিনলে কেউ কিছু দেয়না,
গেলাম পার্কে---
ভাই- ওটা কি-?
আমি - ফুল গাছ,
ভাই- কি ফুল -?
আমি - অজানা-
ভাই- আমি একটা অজানা গাছ নিব--
আমি- ছেচা বা ধোলাই চিন-?
ভাই- ধোলাই কি-?
আমি- চুপ থাক,নাহলে কিন্তু বাসায় যাব,
ভাই- কেন না না না হবেনা বাসায় যাবনা,
আমি- তাহলে চুপ করে থাকো :
ভাই: কেন চুপ করবো!!
আমি : এই বার কিন্তু বাসায় যাব,!!!
ভাই: কোন বাসায়-!
আমি: তোমার বাসায়,
ভাই: বাসা কি!
আমি: অই যে তোর বাবার বিল্ডিং-
ভাই : বিল্ডিং কি-
আমি : ইট দিয়া দিয়া যা বানায়! :-)
ভাই : ইট কি!!
পিচ্চি মামাত ভাই নতুনে কথা বলা শিখেছে-
মামি বললো কোলে করে একটু ঘুরিয়ে নিয়ে আসো--
গেলাম--
ভাই-- দাদা ওটা কি-? (ইটের ভাটা দেখাইয়া)
আমি - ওটা ইটের ভাটা বা ব্রিক ফিল্ড ইট বানায়,
ভাই- ইট কি-?
আমি- ইট হলো চারকোনার নির্দিষ্ট মাপের মাটির শক্ত টুকরা, বারি বানায়,দেয়াল বানায় কতকিছু বানায়
ভাই- কেন বারি বানায়-?
আমি - বারিতে আমরা থাকিত তাই ওটা দিয়ে বানালে শক্ত হয়-
ভাই- আমিকি বারি বানাবো-?
আমি- হুম বরো হলে চকরি করে বানাবা-
ভাই- চাকরি কি-?
আমি- মানে তোমার বাবা যা প্রতিদিন করে সেটাই চাকরি!
ভাই- বাবা কি কি করে!?
আমার মেজাজ তো আগুন হইতেছে ধিরে ধিরে)
আমি- তোমার বাবা অফিসে যায় কাগজ পত্র ঠিক করে তাই টাকা পায় - এটাই চাকরি-
ভাই- টাকা কি-?
আমি- চারকোনার কাগজ দিয়া বানায়-
ভাই - ইট ও চার কোনার, টাকা দিয়া কি বারি বানায়?!!
আমি - টাকা দিয়াইত বারি বানায়
ভাই- তাহলে তুমিত বললা ইট দিয়া বারি বানায়,
আমি- আচ্ছা টাকা দিয়া আগে ইট কিনতে হয়,
ভাই- কেন কিনতে হয়-?
আমি- না কিনলে কেউ কিছু দেয়না,
গেলাম পার্কে---
ভাই- ওটা কি-?
আমি - ফুল গাছ,
ভাই- কি ফুল -?
আমি - অজানা-
ভাই- আমি একটা অজানা গাছ নিব--
আমি- ছেচা বা ধোলাই চিন-?
ভাই- ধোলাই কি-?
আমি- চুপ থাক,নাহলে কিন্তু বাসায় যাব,
ভাই- কেন না না না হবেনা বাসায় যাবনা,
আমি- তাহলে চুপ করে থাকো :
ভাই: কেন চুপ করবো!!
আমি : এই বার কিন্তু বাসায় যাব,!!!
ভাই: কোন বাসায়-!
আমি: তোমার বাসায়,
ভাই: বাসা কি!
আমি: অই যে তোর বাবার বিল্ডিং-
ভাই : বিল্ডিং কি-
আমি : ইট দিয়া দিয়া যা বানায়! :-)
ভাই : ইট কি!!