মোরা যারা লেহাপড়া বা চাকরির জন্যে বাইরে থাহি হেরাই জানি, নিজের গ্রামের মাডির গন্ধ, নদির খোলা পানি, নিজের পুকুরের মাছ দিয়া দূরে থাকতে বুকের মধ্যে কিরাম যেন একটা কস্ট হয়,,
আর সেই কস্টের পরে যহন একখান ছুটি আয়, তহন বারি যাইয়াই আমার মত জাল দিয়া নিজের পুকুরের মাছ উপরে তুলি তহন অইডারে সোনার হরিন মনে হয়, হের একখান পিক তুইলা ফেসবুকে উডাইয়া সবাইরে জানাইতে মোন চায়, ভাইরে মুই গ্রামের পোলা
মোর রক্তে মেশানো আছে পরিষ্কার বাতাস, শরিরে আছে ফরমালিন ছাড়া শাকশবজি,কত্ত জাতের দেশি ফল,,, আমার যে সহ্য হয়না তোগো জায়গার কালা ধোয়া, জানজট, ধুলার বাতাস, ভেজাইল্লা খাওন,,,,----
জীবনের টানে,, খালি একটু ভালভাবে বাইচা থাহার আশায় দিন দিন মরতাছি,,,,,,,
বারি দিয়া আসার সোমায় পিছে রাইখা আসা ছায়য়া বিলানো গাছ গুলা মুখ কালা কইরা যেন কইতে থাহে যাইসনা ভাই,, শহরে গেলেত মাথায় ছাতি ধরন লাগবো অহন তো আমরা সেই দ্বায়িত্ব নিছি,,,, যহন দেহি আমার কেনা ঘরের ক্যালেন্ডার খানই আমার সাথে বেইমানি কইরা দিন শেষ হওয়ার তারিখ গুলা সামনে তুইল্লা ধরতেয়াছে তহন অই ডারে ঘুরাইয়া সেপ্টেম্বররে ডিসেম্বর বানাইয়া রাখি মাগার মোবাইলের নেটওয়ার্ক আপডেট টাইম ঘুরাইতে পারিনা ক্যারে ক্যারে ক্যারে,,,,
যাওয়ার সমায় খালি পকেটে থাহে গ্র্যামের তোলা সেলফি, আর পিক গুলা,, অই গুলা থাকবনা ক্যারে পরার টেবিলে নাইলে কি দেইখা মনে মনে একখান হাস দিমু যার প্রভাবে ঠোটের কোনাও একটু ভাজ হইবে!"
ভাই কেউ আমারে পিডাইয়া পিডাইয়া গ্রামে পাঠাইয়া দে আমি চাইনা শিক্ষিত হইতে চাইনা মর্ডান হইতে,,, এই চিল্লানি যখনি দেই দেহি ক্যারিয়ার স্যার সামনে বাশ নিয়া দারাইয়া কইতেছে " আমি সমাজের পুরা সিস্টেম ই বদলাইয়া দিতে চাই সবাই যেরাম করে তোর ও এরাম করে পরতে ল্যাখতে হইবে,",,, তহন চিল্লাইয়া কইতে মন চায় তুই সিস্টেম বদলাইতে পারবিনা বোকা(*-)দা -গালি দিয়া সব তছনজ কইরা নিজ শরিরের ঘ্রানের দেশে যাইয়া মাটির সাথে মিশশা যাই----
কেন বাস্তবতা আমারে এত নির্যাতন করে কেন-? কোতায় তোমাগো মানবাদিকার কমিশন ও কি দেহেনা কত মানুষ দেশ দুরান্ত দিয়া আইসা জায়গায় জায়গায় নগর ভালকরতাছে ওগোকি চোখে পরেনা, ওরাকি বোজেনা খালি এই সব অনুষ্ঠান বাদেও বছরে একটা দুইটা ছূটি দেয়া উচিৎ,,, নাম না হয় কইলাম,,,
-স্বতস্ফুর্ত ছুটি---
কবে যে স্বতস্ফুর্তের ছুটিতে বারি যাইয়াম"!