পুলিশ , ( তনু তো আমার মেয়ে না )
যুবক( তনু তো আমার বোন না )
মন্ত্রি ( তনু তো আমার কেউ না । )
আমাদের ধারনা ততদিন সঠিক থাকে যতদিন আমরা নিজেরা ভুক্তভুগি না হই । যতদিন আমাদের কোন আত্মিয় কোন আপন কেউ নির্যাতিত নিপীড়িত না হয় । ।
এমাত্র ছাত্র সমাজ যদি না থাকতো তবে মনে হয় পৃথিবী থেকে প্রতিবাধ নামটা উঠে যেত ।
আপনি দেখেছেন নিশ্চই ইউপি পদপ্রার্থীদের বিভিন্ন নির্বাচন কালিন সমাবেশ করতে । দেখেছেন মন্ত্রি ,মিনিস্টারদের জোরালো বক্তিতা দিতে । দেখেছেন এরকম ক্ষমতার জন্য বা নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন আন্দোলন করতে । কারন এগুলা আমাদরে সমাজে খুব সচারাচারকার ঘটনা ।
কিন্তু , মানবাধিকার আদায়ের জন্য , শিশু নির্যাতনের জন্য , প্রতিবাধ করতে কয়জন মন্ত্রি মিনিস্টারদের পথে নামতে দেখেছেন, কয়জন ইউপি প্রার্থী দের মাঠে নামতে দেখেছেন । ছাত্ররা নিজেদের অধিকার নয় কেবল , তারা দেশের জন্য , মানুষের জন্য , সমাজের জন্য তো সেই 1952 সাল থেকে রাস্তায় নেমে আসছে । আপনি আজ চাকুরি করেন , স্টাবলিস্ট হয়েগেছেন , বুদ্ধি বেড়েছে , এগুলোকে জাস্ট চায়ের কাপের আলোচনায় ই শেষ করে দিতে চান । কারন আপনি আজ অন্য রকম ভাবে ভাবতে শিখেছেন । আপনার বুদ্ধি পরিপক্ক হয়েছে তাই এগুলোকে একটু বেশি উদ্দমি কাজ মনে হয় ।
এতটা নিশ্চিন্ত হয়ে আমাদের ঘুমানোর কোন কারন নাই , আমার আপনার বাসার পাশেই হয়ত আছে এরকম অসংখ্য ইভটিজার ওত পেতে আছে আপনার বোনকে টিজ করার জন্য ।
টকশোর ভিতর আলোচনা সীমাবদ্ধ রাখা আমাদের একটা বড় বদ অভ্যাস হয়ে গেছে । আমরা বাসায় ফ্যানের নিচে বসে বিপ্লব ঘটানোর কল্পনা করার এক অলস জাতিতে পরিনত হচ্ছি ।
একটা জিনিস ভালই বুঝি , আইনের লেজ ধরে বসে আছে রাজনৈতিক ক্ষমতাধারী দল । তাদের কাছে বেশি কিছুতো আমাদের চাওয়া না ।
সব অপরাধিদের শাস্তির শান্তনা না দিয়ে অন্তত একটার বিচার জনসম্মূখে করুন যার ভিডিও ফুটেজ ছরিয়ে পরুক ক্রাইমের ভিডিও যেভাবে ছড়ায় যা দেখে , আর কেউ ক্রাইমের চিন্তা করার আগে শাস্তির চিত্রটা চোখের সামনে ভেসে উঠে ।
কি পারবেন না ত পুলিশ ভাই? ভাল, তাই বলে ঘুমটা এত শান্তিতে ঘুমাবেননা হয়ত আপনার বাসায় ই বেরে উঠছে ঐশি , আপনার ছায়ায়ই বেড়ে উঠছে তনুর ধর্ষনকারী , আপনার ঘুষের টাকার বিনিময়ে ছাড়া পেয়ে গেল এক উর্তি সন্ত্রাসি , কে জানে আপনার ইঞ্জিনিয়ারিং পরতে থাকা ছেলের সাইটের চাঁদা উাঠাতে গিয়ে তাকে গুলি বিদ্ধ করবেনা সেই সামান্য টাকার জন্য ছেরে দেয়া সন্ত্রাসিটি !!!!