আমার মাত্র ছুড়ে ফেলা বিড়ানির পলিথিনটা কুড়িয়ে নিয়ে, কেজি পূর্ন হলে বিক্রি করে হয়ত একটা রুটি খাবার প্রস্তুতি নিচ্ছ , ততক্ষনে আমি সোফায় বসে ফেসবুকের পাতায় বৃষ্টীকালিন বিড়ানির স্বাদটা শেয়ার করলাম ।
আমাদের গার্মেন্টস ফ্যাকটরি হতে ফেলে দেয়া কাপড় টুকরা কুড়িয়ে হয়ত তুমি জামার শেষ ছেড়া অংশটা তালি দিয়ে ঢেকে দিলে , ততক্ষনে আমি আমার নতুন ব্রান্ড টি শার্ট পড়ে , ছবি দিলাম ফেসবুকে ।
আমি নির্লজ্জতার শেষ সীমানায় পৌছে গেছি, না হলে কি পাড়ি নিরব থাকতে সানগ্লাসের আড়ালে ঘটে যাওয়া ছিয়াত্তরের মনান্তরকেও হার মানানো বর্তমান দুর্ভিক্ষ দেখেও?
হয়ত আমরা হাসবো , আমাদের তো ক্ষুদা লাগেনি, কোথায় দুর্ভিক্ষ ?
আমরা কখনই হয়ত দেখবোনা কাকের আর রাস্তার কুকুরের সাথে খাবার ভাগ করে খাওয়া কোমল হাতের নরম মনের যোদ্ধাগুলোকে । প্রতিনিয়ত যারা তাদের জীবনের সাথে যুদ্ধ করে চলেছে। আর দেখলেইবা সেটা কবে ?
শুধু মাত্র একটা গর্ভের পরিবর্তনে তোমার ডাইনিং ডাসবিন আর আমার ফাইভ স্টার হোটেল-- মাত্র একটা শুক্রানুর স্থান পিরবর্তনে আমার আশ্রয় রাস্তায় হয়ে যেত!
ভাবতেই অবাক লাগে, সৃষ্টি কর্তার কতটা দয়ার জন্য আমি, আমরা এত উন্নত জীবন পেয়েছি-
ছোট বেলার তিব্র মানবতা বোধ, উপকারি চিন্তাধারা সবই চাপা পরে যায় নিজ ভবিষ্যতের চিন্তায়, জ্ঞান অর্জনের ব্যাস্ততায়- আর একটু বড় হলেই অর্থ আর বিলাসিতায়। ভুলে যাই আমাদের সবার ভিতরেই আছে কাউকে উপকার করার, কারো মুখে একসেকেন্ড এর জন্য হলেও হাসি ফুটানোর আদম্য ইচ্ছা,
হয়ত আমি পারবোনা এরকম হাজার পথ শিশুর দ্বায়িত্ব নিতে- হয়ত একজনের জন্যও না---- কিন্তু আমি পেরেছি মাত্র কয়েক মিনিটের জন্য একটা বাচ্চার মুখে খাবার দিতে বা একবেলায় ভাল খাবার খাওয়াতে-- মাঝে মাঝেই চেস্টা করা উচিত এভাবে-
আমার স্ত্রী/বাবা/মা হয়ত বলতেও পারে এসবের কি দরকার, এদের পিছনে টাকা খরচ করার, কিন্তু আমরা কি পারিনা কাউকে না জানিয়েই মাঝে মাঝে এই সব নিষ্পাপ পাগলামি গুলো করতে-অথবা নিজেকে একমিনিটের জন্য উদার মনে করতে-?
আমি মেজিস্ট্রেট, এখানে এদের(টোকাই) কে ফুসকা খাওয়ালে প্রেস্টিজ থাকবেনা-!!
তাহলে চলুন হুট করে চলে যাই কোন এক অপরিচিত জায়গায়,খুব সাধারন একটা ড্রেস পরে- অথবা কিছু অর্থ ডোনেট করে আসি দূর প্রান্তের কোন এতিম খানায়, বা একবেলা তাদের সাথে বসেই ভাল খাবার খাই নিজ আয়োজনে- না জানলো স্ত্রি আর না রইলো তার ঝাড়ি খাওয়ার ভয়!! (তবে স্ত্রীও আপনার মাইন্ড এর হলে আলাদা কথা-)
মাঝখান দিয়ে মাইন্ডটাও ফ্রেস হলো আর কিছু ভালবাসাও ফ্রি পেলাম-- যার মুল্য তো অসীম --
আর যদি একান্তই না পারি, তবে কি আমি শ্রেষ্ঠ নির্লজ্জ না -??