ফেক নিউজ ছড়াবার কারনে আজ দুতিন দিন ধরে মার্ক যাকার্বার্গ ধোয়া খাচ্ছেন আমেরিকান সিনেটের সামনে। না তিনি ছড়ান নাই, তার প্লাটফর্মে ছড়াইছে দেখে ধোয়া খাচ্ছেন বিভিন্ন প্রাইভেসী ইশ্যুর পাশাপাশি। তাহলে যারা সয়ং এই ভুয়া খবর গুলো ছড়ায়, গুজব ছরায়, তাদের কি করা উচিত?
গত দুদিন অপমানিত হয়েও কারো ( নাম উল্লেখ করা টা উচিত , বাট আমার শোভা পায় না ) কারো স্ট্যাটাসে, পোস্টে, শেয়ার করা খবরে লিখেছি, গুজব ছড়ানো বন্ধ করেন। একটা জীবিত লোক কে মেরে ফেললেন, এক জনের রগ কেটে ফেললেন, এগুলো কোন লেভেলের অপরাধ সে সম্পর্কে ধারনা নেই আপনাদের। একটা বাবা যখন শুনে তার সন্তান খুন হয়েছেন, তার কেমন লাগতে পারে আপনারা জেলে গেলে বাসার লোকজন দের জিগেস করলে টের পাবেন।
সাথে সাথে তাদের ডিফেন্স মেকানিজম চালু হয়ে যাবে। অপরাধ কি হয় নাই ? ওরা কি আক্রমন অত্যাচার করে নাই? হ্যা, করেছে। আপনি সেটা লিখেন, পুরোটা আগে জানেন, চুপচাপ দেখেন কি আসল ঘটনা। আপনি কি করছেন ? মিথ্যা কথা বলছেন। আগুন ঘি ঢালছেন মিথ্যা কথা বলে। আমাকে কেউ অত্যাচার করা, আর খুন করা কে কোন যুক্তিতে এক লাইনে রাখেন আপনি ? দুটা এক কথা না, দুটা এক কথা হতে পারে না।
আমি বুদ্ধিজীবী না, আমি ঢালাও ভাবে আজকে বলবো না আপনাদের উদ্দেশ্য ছিলো দেশে অরাজকতা সৃষ্টি করা। না না, এখনি ভাববেন না কমেন্টে কি লিখে প্রতিবাদ করা যায়, আমি জানি আপনি পড়ছেন, পড়বেন এবং নির্লজ্জের মত এরিয়ে যাবেন লেখাটা। ওটা আপনার জন্য বেটার।
আপনি সিমপ্লী এই প্রজন্মের একটা দোপেয়া বেয়াদপ ট্রেন্ড ফ্রিক। আপনার রক্ত গরম, এবং আপনি ঝোকের বসে করে ফেলছেন। বাট এটা কন্টিনিউ করতে থাকলে আপনার মাথার উপরে মস্তবড় ফারা ঝুলতেছে। আপনার বিস্লেষন (বানান টা ভুল হলো) ক্ষমতা কম, এবং ভেড়ার পাল যেদিকে, সেদিকেই দৌড়ান। হ্যা, আপনার এই মুহুর্তে লজ্জা লাগা উচিত, যে আমি গত দুদিনে একটা জীবিত লোক কে মেরে ফেলছি, নিজে পা কেটে ফেলা একটা মেয়েকে কাউকে দিয়ে রগ কাটিয়ে ফেলাইছি। আপনার ধারনা আপনি পৃথিবীর সবার থেকে বেশী জেনে বসে আছেন, এবং অন্যরা যা বলে, বড়রা যা বলে, ক্ষেত্র বিশেষে আপনার শিক্ষক রা যা বলে সেগুলা বানোয়াট কথা, আপনি যেটা জানেন বা বিশ্বাস করেন, সেটাই ঠিক।
আপনাকে কিচ্ছু বলতে হবে না। কারা এধরনের নিউজ, ছবি, পোস্ট নিজেদের ওয়ালে শেয়ার করেছেন, আপনারা নিজেরাই জানেন। সতর্ক হন, দেশে আইন আছে, এবং আইনের হাত অনেক, অনেক লম্বা। রক্ত গরম বেশী হয়ে গেলে এক গ্লাস পানি খান, অন্যদের বক্তব্য শুনুন, থেমে থাকুন, ভাবুন, এবং তারপরে কথা বলুন।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১১