শুধু নিঃশ্বাস ছাড়া
___________
শূন্য কাটতে কাটতে আমাকেও কেটে ফেলো, ঘোরাও চাবুক
চামড়া কেটে ভেতরে ঢুকে যাক শব্দ ও আঘাত
ফালাফালা করে দিক কলিজা, হৃদপিণ্ড
ফুসফুস
অতঃপর
আবার ঘোরাও একটু উপরে অথবা একটু নীচে এভাবেই প্রতিনিয়ত
দেহের টুকরোগুলো যখন ছিন্নভিন্ন পড়ে থাকবে তখন দেখে নিও, দেখে নিও
কতটা নিঃস্ব ছিলাম বর্জিত বিবেকে, শুধু নিজের চাওয়াগুলো লেপ্টে আছে রক্তহাড়মাংশে
মৃৎ অথবা শীলাখণ্ডকে জড়িয়ে
অবসরে ধুয়ে দিও সবকিছু, নিঃশ্চিহ্ন হয়ে যাক জঞ্জালসব
শুধু নিঃশ্বাস ছাড়া
কেউ দেখেনি তার প্রকৃতরুপ
জানেনা তার প্রতি অংশ কার জপে পার করেছে হারানো সময়, বিদগ্ধ আত্মা
অভিমান, হতাশা, বিষন্নতাগুলো সেখানেই আছে, কেউ দেখেনি কোনদিন
আর ভালোবাসা
ওখানেই আছে মুহ্যমান, কেউ জানবে না কোনদিন।।
____
অদৃশ্য