( ১ )
তার গন্ধ ছিলো দো-আঁশলা
_________________
পঞ্চান্ন প্রহরী বৃক্ষ জলের প্রান্ত ধরে দাড়িয়ে ছিলো উড়ন্ত মস্তকে ঝুলন্ত চোখে, আরো ছিলো ঋতু চিহ্ণ নিয়ে
আগুন ঝড়ানো সতেরো রঙ্গন
জলের অন্তর বাহিরে চুপচাপ মৃতবাঁশ
গলিত মেঘের হালকা পতনে লাফাচ্ছিলো শ্যাওলা মাছ
কুড়িটি সিড়ি ভেঙ্গে জলের চোখে প্রহরী ও রঙ্গনের
বহুরূপ দেখেছিলাম
পতিত মেঘের সাথে
পুকুরের জল-আলো-ছায়া মিশ্রনের গন্ধ শুকেছিলাম
তার গন্ধ ছিলো দো-আঁশলা
জল ও আকাশ মেঘলা মেঘলা সিক্ত বৃক্ষ পত্রের আড়ালে জ্বলছিলো উন্মত্ত্ব আঠারো একুশের ওষ্ঠের অগ্নিশিখা
কামনায় অনলপুত্র অনলকন্যা
বুঝেছিলাম
এ শহর আর শীতল হবেনা
এক আকাশ মেঘ গলে গেলেও তার উত্তাপ একটুও কমবেনা।।
( দৃশ্য: শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক, পদ্মা আবাসিক )
____ ____
( ২ )
সঞ্জয় টি ষ্টোর ... ( বিজ্ঞাপন, এ্যাড )
____________________________
এই ভেজা সাঁঝে দেখে আসুন, চেখে আসুন
কমলালেবু চা আট টাকা, মালটা চা আট টাকা
শুধু লেবু চা পাঁচ টাকা, আর লাল চাও পাঁচ টাকা
শীত গরম বৃষ্টিতে, অতি সুস্বাদ সৃষ্টিতে
সঞ্জয় টি ষ্টোর
দেখে আসুন
চেখে আসুন
ঠিকানা তার, রাস্তার ওপার
জিরো পয়েন্ট, সাহেব বাজার।।
_____________________
____________ বাকী অরিন্দম