উত্তাপের শহরে ১
__________
কবি
এ তোমার শহর, বড়ই উত্তপ্ত
চাঁপারাজ আম পাকাতে যেন ঘাড়ের উপর চেপেছে সূর্য্য
আমি ষ্টেশনরোড ধরে পদ্মা আবাসিকে যেতে যেতে
সেদ্ধ হয়ে গেছি
তোমার দীর্ঘ:শ্বাসে হোটেলের ছাদের নীচে দু'রাত্রির ঘুম হারিয়েছি
খুব ভোরে
এই মুখে লেগে আছে কোন নদীর জল, সে কি আবদ্ধ ছিলো কোনদিন !
আমার ফিরতি পথ, যান্ত্রিক শীতলতা
ঠিক আমার পায়ের একটু নীচে এই শহরের উত্তাপ নিয়ে
বাক্সবন্দী খড়ের ওমে
আরও উত্তপ্ত একঝাঁক পোয়াতি ল্যাংড়া।।
______ ______
উত্তাপের শহরে ২
___________
কবি
আবার তোমার শহরে
সম্ভ্রান্ত উত্তাপ
মেঘে ঢাকা সূর্য্যেও দুরন্ত প্রতাপ
পথে পথে
সারি সারি রাজফল চাঁপাফলের সুগন্ধি পরশ
তখন
এ দেহ বেয়ে নেমে যায় লবনাক্ত রস
আজ আমার অলস বিকেল, ত্রিচক্রে ভাঙ্গা পথ ধরে চলি ভাঙ্গা পাড়
সেখানে অসংখ্য মানুষ
শব্দের পাহাড়
আমি ঢালু বালি পথ ধরে নেমে যাই
জলের পথে, পড়ন্ত বিকেল মেঘলা আকাশে
জল আলো নাও যেন ধোঁয়াশায় মিশে
যে পথ পার হই
সে পথ নদীর নয়, সে পথ তৃপ্তির নয়, সে পথ নিস্তেজ কাশ বনের
অথবা
কিছু হতাশার চরের, ক'টি শূন্য চালাঘরের, একটি পঙ্গুপ্রায় নদীর।।
_________________
_______ বাকী অরিন্দম