ফোঁটায় ফোঁটায় আবৃত উত্তাপে
___________________
সে এক বরষার পেঁজামেঘ দিন
স্যাঁতসেঁতে হাওয়ায় ভেসে ছিলো পলিদোঁয়াশের গন্ধ
আর
বাতাসের জলে উড়ে নিভে গেলো জলন্ত উনুন
কার মনের কদমে লেগেছিলো সেই হলুদ আগুন, সে দেহের বাড়ন্ত সবুজ যেন জ্বলে যায় আধাসিক্ত বাতাসে
আহা
জমিনে জমা জলের বুকে মাথাচারা দিলো বহুরঙা
কার হাত ধরে এসেছিলে হলুদিয়া বরষা কাননে
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় আবৃত উত্তাপে
গলে গেলো পথ থেকে পাহাড়
আর কদম পাতার নীচে অনেক শিরায় জমে থাকা জলে
লেগে ছিলো চাপ চাপ হরিণ হাওয়া
প্রতিমুহূর্ত তার স্পর্শের প্রতীক্ষায়
উড়ে যায়
অগণিত শিশির ও লালাভ সময়।।
__________________
_________ বাকী অরিন্দম