তার কৃষ্ণসফেদ লাশ
______________
দেখ একদিন দুরপল্লীর কোন এক পরিত্যক্ত কুপের জলে ভেসে উঠবে
তার কৃষ্ণসফেদ লাশ। ঝরা বাঁশপাতার পরতে পরতে লেগে থাকা তার
দেহ সৌরভে ছিটিয়ে দিও কিছু কর্পূর,
কুপের বদ্ধ বাতাসে বিস্তৃত হবে মৃতজলকুপ ভ্রম।
তার কপোল ও গ্রীবায় প্রেমক্ষত ছোয়ায় মৃতরক্তগুলো আরও কৃষ্ণ হতে থাকে, তারই হৃদনিঃসৃত জলকুপে ভাসমান দেহ-
তার মৃত্যু অসমাপ্ত
সমুদ্র তাকে নিলো না
নদী তাকে নিলো না,
কোন একদিন অশ্রুতে স্থির হওয়া জলকুপ আজ তার আবাস হলো।
কেউ তাকে মৃৎগর্ভে দিলো না
দিলো না বৃক্ষগর্ভ কফিনে, অথবা আগুনে-
একদিন তার পঁচাজলদেহ ভূমি হবে
সেখানে বৃক্ষ ও জলশীতল ছায়া রবে।।
_________________________
________বাকী অরিন্দম