সিরিজটা শুরু করার আগে সিরিজটার নাম নিয়ে একটু কেমন জানি লাগতো । নামটা একটু বেশিই ফানি ফানি মনে হইত । সিরিজ দেখা যখন শুরু করলাম , প্রথম মিনিট দেখার পরেই বুঝতে পারছিলাম যে এইটা কোন লেভেলের সিরিজ হতে যাচ্ছে ।
How I Met Your Mother (HIMYM) অ্যামেরিকার CBS চ্যানেলে প্রচারিত একটি জনপ্রিয় সিটকম । এই সিরিজটির পাইলট এপিসোড প্রচারিত হয় ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর । জনপ্রিয়তার হিসাব দিয়ে বিচার করলে বর্তমান সময়ে প্রচারিত হচ্ছে এমন সিটকমগুলার মাঝে টপ ৩ এ থাকবে ।
সিরিজের প্রধান চরিত্র ৫ টি । নীচে সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি (শুধুমাত্র সিজন ১ এর জন্য) >>>
Ted Mosby >>> এই চরিত্রে অভিনয় করেছেন জশ র্যাণডনোর । মূলত সিরিজের মেইন চরিত্র টেড । মার্শাল হচ্ছে টেড এর বেস্ট ফ্রেন্ড । মার্শাল এবং লিলির সাথে টেড একটা এপার্টমেন্ট শেয়ার করে থাকে । পেশায় সে একজন Architect । ৫ জনের মাঝে সবচেয়ে নরমাল টাইপের । কিন্তু , তার ঝামেলা হচ্ছে বারবার কোনো মেয়ের প্রেমে পড়ে এবং বারবার ব্রেক-আপ হতে থাকে তার । তার ফ্রেন্ডদের মাঝে অন্যতম একজন রবিনের প্রতি প্রথমে ভালোলাগা থাকলেও তাদের জুটি কাজ করেনাই । কিন্তু , তারপরেও রবিনের প্রতি সিজন ১ এর মাঝ পর্বে গিয়ে আবার এবং বারবার আকৃষ্ট হয়ে পড়ে । টেড এর এই অবস্থা আমাদের মনে করিয়ে দেয় কাউকে ভালো লাগলে এবং প্রপোজ করার পরে ব্যর্থ হলে তার সাথে ফ্রেন্ড হিসেবে থাকার সুফল এবং কুফল দুইটাই আছে । টেড এর বড় সমস্যা সে কোনো কিছু করার আগে খুব বেশী চিন্তা করে ।
Marshall Eriksen >>> জেসন সেগেল অভিনয় করেছেন এই চরিত্রে । টেড এর বেষ্ট ফ্রেন্ড হচ্ছে মার্শাল । লিলির সাথে নয় বছর যাবত রিলেশনে থাকার পরে সিরিজের প্রথম এপিসোডেই সে লিলিকে প্রপোজ করে । একজন এনভায়রনমেন্ট বিষয়ক আইনজীবী হওয়ার স্বপ্ন থাকলেও শেষ পর্যন্ত বারনির সাথে GNB তে চাকরী করে ।
Robin Scherbatsky >>> এই চরিত্রে অভিনয় করেছেন কোবি স্মুল্ডারস । রবিন হচ্ছে সুইট এবং কিউট একজন মেয়ে । সে একজন সংবাদ উপস্থাপিকা । রবিন কানাডা থেকে অ্যামেরিকায় আসে এবং কানাডা নিয়ে তাকে ফ্রেন্ডদের কাছে অনেক জোক শুনতে হয়েছে । টেড এর সাথে রবিনের প্রথমে রোম্যান্টিক একটা রিলেশনশিপ এর ভাব থাকলেও রবিন না চাওয়াতে তাদের রিলেশনশিপ বেশী দূরে আগাতে পারে না ।
Barney Stinson >>> এই চরিত্রে অভিনয় করেছেন নিল প্যাট্রিক হ্যারিস । গ্রুপের মাঝে সবচেয়ে অসাম এবং ফানি চরিত্র । Goliath National Bank এর একটি আজনা পোষ্টে চাকুরী করে । টেড এর বেষ্ট ফ্রেন্ড বলে দাবী করে । সেই হিসেবে বলা যায় , টেড এর বেষ্ট ফ্রেন্ড হচ্ছে ২ জন । বারনি একজন সিরিয়াল প্লেবয় । মেয়েদের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড এর মানসিকতা নিয়ে ঘুরে বেড়ায় এবং কারো সাথে রিলেশনশিপ এ যাওয়ার কোনো ইচ্ছে নেই তার । টেড কে সবসময় তার মত হতে উৎসাহিত করে সবসময় ।
Lily Aldrin >>> এলিসন হ্যানিগান অভিনয় করেছেন এই চরিত্রে । পেশায় সে একজন স্কুল টিচার । ৫ জনের মাঝে বলতে গেলে তুলনামূলকভাবে চালাক । তার বড় সমস্যা সে গোপন কথা অন্যদের না বলে থাকতে পারে না । সিরিজের প্রথম এপিসোডেই মার্শাল তাকে প্রপোজ করে এবং সেটাতে লিলি রাজী হয় ।
এইখানে শুধু সিজন ১ এর বর্ণনা দেয়া আছে ।
IMDB >>> http://www.imdb.com/title/tt0460649/
The Big Bang Theory , Two and a Half Men , FRIENDS , That '70s Show , Married... with Children , Mind Your Language , Arrested Development অনেক জনপ্রিয় সিট-কম দেখা থাকলেও আমার যাত্রা শুরু হয়েছিলো HIMYM দিয়েই । তাই , আজীবন আমার প্রিয় sitcom হিসেবে থাকবে হাউ আই মেট ইউর মাদার ।
আর কিছুদিন পরেই শেষ হয়ে যাচ্ছে এই সিরিজটা । আর একসাথে দেখা যাবে না টেড , মারশাল , রবিন , স্টিনসন এবং লিলিকে !!! আর তাদের একসাথে MacLaren's Pub এ দেখা যাবে না । নিল প্যাট্রিক হ্যারিসের মত অসাধারণ অভিনেতাকে আবার কবে কোথায় দেখতে পাবো কে জানে !!! ব্রো কোড , লেমন ল , প্লাটিনাম রুল , স্টিনসন এর মুখ থেকে আর লিজেন্ড ---- ওয়েট ফর ইট ---- ডারি , When I get sad, I stop being sad and be awesome instead , True story ডায়লগ গুলা শোনা যাবে না
যাই হোক !!!! এই ৯ সিজনে HIMYM অনেক আনন্দময় মুহূর্ত দিয়েছে । এটাই যথেষ্ট !!!!
.
.
.
.
.
.
TRUE STORY
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬