রবার্ট ডে নিরোর মুভি মনে করে দেখতে বসছিলাম । কিন্তু , কীসের কী !!! এইটা তো নিরোর মুভি না । পুরাপুরি মিকি রউরক (নাম নিয়ে কনফিউশন আছে ) । জনরা হচ্ছে সাইকোলজিক্যাল হরর ।
কাহিনী : হ্যারি এঞ্জেল (মিকি রউরক) একজন প্রাইভেট ডিটেকটিভ । সে একটি নতুন কেস পেয়েছে । কেসটি দিয়েছে লুইস সাইফার (রবার্ট ডে নিরো) । কাজ হচ্ছে জনি ফেবারিট নামক এক বিখ্যাত সিঙ্গার কে খুঁজে বের করা , জার খোঁজ অনেকদিন যাবত কেউ জানে না । ১২ বছর আগে সর্বশেষ জনিকে দেখা গিয়েছিলো । তারপর আর কেউ তাকে দেখেনি । হ্যারি ইনভেস্টিগেট করতে থাকে আর নানা অজানা তথ্য বের হতে থাকে । শুধু তাই নয় , হ্যারি যাদের কাছ থেকে জনির ব্যাপারে খবর জানতে যায় , কেউ তাদের অতি নির্মমভাবে খুন করে যাচ্ছে । হ্যারির নিজের জীবনও ঝুঁকির মুখে । হ্যারি শেষ পর্যন্ত সাইফারের উপরও বিশ্বাস হারাতে থাকে ।
অবশেষে যে সত্য বের হয়ে আসে তা যে কারো আত্মায় কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ।
মিকি রউরক যে আগে এতো সুদর্শন ছিলেন এইটা এই মুভি না দেখলে জানতামই না । অভিনয়ও চরম করেছেন । নিরো অল্প সময় থাকলেও নজর কেড়েছেন ।
এই মুভি না দেখা মানে কিছু মিস করা । সেটা হতে দিয়েন না
নামঃ Angel Heart (1987)
পরিচালকঃ Alan Parker
অভিনয়ঃ Mickey Rourke, Robert De Niro, Lisa Bonet
IMDB Rating : 7.3
My Rating : 7.5
IMDB : http://www.imdb.com/title/tt0092563/
Download Link : http://isohunt.com/torrents/angel+heart
[email protected]" target="_blank" >Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬