উড়িয়ে দিলাম আকাশে বাতাসে ছন্নছাড়া এক শব্দ,
ভুল হতে পারে, বৃথা হতে পারে,
তবু ধরে নাও এযে কাব্য।
আজকের দিনে মনে পরে শুধু, তোমাদের ই কথা স্মরণে
হোক না এদিন চিরতরে শুধু , তোমাদের ই স্মৃতিচারনে।
কত হাসি গান, কত মিছে রাগ, কত তা স্মৃতিতে জড়ানো,
আজকের দিন রবে শুধু তবে , তোমাদের ই তরে সরানো।
ভুল ভ্রান্তির শত পাহাড় ডিঙিয়ে,
ক্ষোভ ঘৃনা আর কষ্ট এড়িয়ে,
ভুলে গিয়ে শত্রুতা,
আজকের এই মহান দিনে, চাইছি তোমার বন্ধুতা।
ভুল হতে পারে, বৃথা হতে পারে,
তবু ধরে নাও এযে কাব্য।
আজকের দিন তোমাদের ই তরে,
শুভ হোক বন্ধুত্ব।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১:৫৭