এবারের বইমেলায় আমার নতুন বই সাইন্স ফিকশন,।। কোয়ান্টাম পোর্ট কী।। প্রকাশিত হয়েছে। পাবেন প্রতিভা প্রকাশ, প্রজ্জ্বলন প্রকাশ এর স্টলে। স্টল নং ৪৭১, ৪৭২ ও ৪২০।
আমরা যে পৃথিবীতে বাস করি,যেভাবে জীবন পদ্ধতি অনুসরণ করি বৈজ্ঞানিক কল্পকাহিনী তাকে ঘিরেই শুরু হয়। বৈজ্ঞানিক তথ্য ও তত্ত্বের ডানায় ভর করে যতদুর যাওয়া যায় সেটাই সাইন্স ফিকশনের সীমানা। কখনো কখনো ঘটনা আমাদের এত বেশি নিকটবর্তী থাকে যে, আমরা আবেগিভাবে তাকে স্পর্শ করতে চাই এবং যৌক্তিকভাবে তা দেখার সংগ্রামে নেমে পড়ি। এতে সফল হতে পারি আর না পারি আইডিয়া কিন্তু পৌছে যায়, তত দূরে যার হিসাবও আমরা জানি না। এই গ্রন্থের গল্পগুলো বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। এর কোনটি বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টিমূলক, কোনটি ম্যাসেজধর্মী, একটি কল্পনার ডানাকে শুধুই ছেড়ে দেয়া, সর্বোপরি আনন্দ দান।
সত্যিকার অর্থে চিন্তার উন্নয়ন যত ভাবে ঘটানো যায় সেটিই যদি লক্ষ্য হয়, তবে গল্পের এই স্বাধীনতা লেখকের জন্য উপভোগ্য বটে। পাঠকদের মতামত জানাটাও বইটির মানোন্নয়নে অপরিহার্য।